সংবাদদাতা
পত্রিকা প্রতিনিধি
সময়
আনন্দমার্গ প্রচারক সংঘের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীআনন্দমূর্ত্তি মানব কল্যাণে বিশেষত মহিলাদের জন্য কৌষিক নৃত্য প্রবর্তন করেন৷ ১৯৭৮ সালের ৬ই সেপ্ঢেম্বর এই নৃত্য দেন৷ এই নৃত্য অনুশীলন করলে মহিলাদের শরীর সুস্থ থাকবে ও ২২ ধরণের রোগ হবার সম্ভাবনা থেকে মুক্ত থাকতে পারবেন৷ এই উপলক্ষ্যে মেদিনীপুর শহরের আনন্দমার্গ আশ্রমে একটি অনুষ্ঠান হয়৷ অনুষ্ঠানের শুরুতে নবীন সন্ন্যাসী আনন্দ সম্বোধী আচার্যা কৌষিকী নৃত্য অনুশীলনের গুরুত্ব আলোচনা করেন৷ পরে নৃত্য প্রতিযোগিতা শুরু হয়৷ দীর্ঘক্ষণ প্রতিযোগিতার শেষে সুপ্রিয়া পাত্র প্রথম, ধৃতী পাল দ্বিতীয় ও মমতা পাল তৃতীয় স্থান অধিকার করে৷