সংবাদদাতা
প্রভাত খাঁ
সময়
গত ২৫শে ডিসেম্বর আমাদের অতিপ্রিয় কবি সাহিত্যিক আমাদের ছেড়ে চলে গেলেন৷ তিনি হলেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী৷ আজীবন তিনি ছিলেন সত্যের পূজারী৷ ‘‘কলকাতার যীশু’’ নামে তিনি পরিচিত ছিলে৷ তার বিখ্যাত কবিতা ‘উলঙ্গ রাজা’ মাধ্যমিকের বাংলা পাঠ্য তালিকায় ছিল৷ আমি ব্যষ্টিগতভাবে তাঁর সঙ্গে পরিচিত ছিলাম৷ তিনি আমাকে ‘‘একাদেমি অফ বেঙ্গলি পোয়েট্রির নিবেদিত সারস্বত সম্মানে ভূষিত করেন৷ এই সংস্থার তিনি ছিলেন উদ্বোধক৷ তিনি একজন দরদী সাহিত্য সেবী হিসাবে বাংলা সাহিত্যকে নীরবে সেবা দিয়ে গেলেন৷ চিরকাল তিনি সাহিত্য জগতে ভাস্বর হয়ে থাকবেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর৷
পরমপুরুষের কাছে প্রার্থনা জানাই তাঁর বিদেহী আত্মা যেন চিরশান্তি লাভ করে৷ তাঁর আত্মীয় স্বজনের সাথে আমার স্বজন হারানোর দুঃখ ভাগ করে নিয়ে আমি নিজেকে ধন্য মনে করি৷