কেন্দ্রে আগামী লোকসভা নির্বাচনের পূর্বে বিজেপি বিরোধী জোট গড়ার তৎপরতা এখন তুঙ্গে৷ এ ব্যাপারে দিল্লীতে আগামী ২২শে নবেম্বর বিরোধী দলগুলির এক বৈঠক ডেকেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ও টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু৷ তার আগে আগামী ১৯শে নবেম্বর কলকাতায় তিনি মমতার সঙ্গে দেখা করবেন৷ ২২শে নবেম্বর দিল্লিতে আয়োজিত বিরোধী জোটের বৈঠকে মমতাকে যোগ দেওয়ার জন্যে তিনি বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন৷ ওই বৈঠকে মমতা নিজে না গিয়ে প্রতিনিধি পাঠাবেন বলে জানা যাচ্ছে৷ তথাভিজ্ঞ মহলের অনুমান বিরোধী জোটের নেতা বা বিরোধী জোট জিতলে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করার ব্যাপারে মমতার আপত্তি রয়েছে৷ কারণ কেন্দ্রীয় সরকারের দায়িত্ব পালনের অভিজ্ঞতার নিরিখে রাহুলের থেকে মমতা অনেক এগিয়ে৷ মমতা ইতোপূর্বে দুবার কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্বও সামলিয়েছেন৷ অথচ রাহুলের সে ধরণের কোনো অভিজ্ঞতা নেই৷ তাই রাহুলের নেতৃত্বের প্রতি মমতার বিশেষ আস্থা নেই৷ তবে তিনি কেন্দ্রে বিরোধী জোট একান্তভাবে চান৷ তাই ওই বিরোধী বৈঠকে তাঁর দলের প্রতিনিধি পাঠাতে তিনি আগ্রহী৷ কিন্তু চন্দ্রবাবু নাইডু ওই বৈঠকে মমতাকে চান৷ তাই এ ব্যাপারে কথা বলতে তিনি আগামী ১৯শে নবেম্বর মমতার সঙ্গে দেখা করতে কলকাতা আসবেন বলে শোণা যাচ্ছে৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়