কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে লড়বে বাঙালী ছাত্রযুব সমাজ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৯ই এপ্রিল বা h¡P¡m£ ছাত্রযুব সমাজের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী পার্থ রায় জানান  --সারাদেশে হিন্দী ভাষাকে  ব্যবহার করার কথা বলে বিতর্ক সৃষ্টি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, সরকারি ভাষা হিসেবে ইংরেজির পরিবর্তে হিন্দী ভাষাকে আরো ব্যাপকভাবে ব্যবহার করার কথা ভাবছে সরকার । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এহেন মন্তব্য কে ভারতীয় যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পক্ষে ক্ষতিকর তথা পরিপন্থী বলে মন্তব্য করেন 'বাঙালী ছাত্র-যুব সমাজ' কেন্দ্রীয় সচিব তপোময় বিশ্বাস ।

   কলকাতা থেকে পাঠানো এক প্রেস বিবৃতিতে তপোময় বিশ্বাস জানান, সারা দেশ জুড়ে হিন্দী ভাষাকে চাপিয়ে দেওয়ার যে কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখ থেকে বারবার শোনা যাচ্ছে তা নিন্দনীয় । আসলে হিন্দী সাম্রাজ্যবাদী শক্তির মদতে পুষ্ট হয়ে বিজেপি তাদের একদেশ-একভাষা-একধর্ম বা হিন্দী-হিন্দু-হিন্দুস্তান এজেন্ডা  বাস্তবে রূপ দিতে চাইছে । অতীতেও দেখেছি শিক্ষাক্ষেত্রে বলপূর্বক অষ্টম/ নবম শ্রেণী অবধি হিন্দী ভাষা বাধ্যতামূলক করার অপচেষ্টা করেছেন তারা , তখনও আমরা ওই ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছি , এখনও করব । ভারতবর্ষে বিভিন্ন ভাষাভাষীর মানুষ রয়েছে,তাদের নিজস্ব ভাষা-সংস্কৃতি-রীতিনীতি রয়েছে, সেই ঐতিহ্য কে ধ্বংস করে , বিবিধের মধ্যে ঐক্যের ভাবনাকে নষ্ট করে হিন্দী-হিন্দু-হিন্দুস্তানের  সাম্প্রদায়িক ঘৃণ্য ষড়যন্ত্র তার বিরুদ্ধে প্রতিটি শুভবুদ্ধিসম্পন্ন মানুষের গর্জে ওঠা প্রয়োজন। মাতৃভাষা মাতৃদুগ্ধ স্বরূপ , সেই মাতৃভাষা কে কেঁড়ে নিয়ে  আমাদের মাতৃস্নেহ তথা পুষ্টি থেকে বঞ্চিত করার বিরুদ্ধে আমরা লড়ছি - লড়ব । অবশ্য বর্তমানে আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি ভাষার যথেষ্ট গুরুত্ব রয়েছে, সেখানে সরকারি ভাষা হিসেবে হিন্দী কে ব্যবহার করে বহির্ভারতের সঙ্গে আমাদের বিচ্ছিন্ন করে বর্তমান যুব সমাজকে অর্ধশিক্ষিত করে রাখার নোংরা চক্রান্তও আমরা দেখছি  , এর বিরুদ্ধে ও ছাত্র-যুব শ্রেণির ন্যায্য দাবীর স্বার্থে আমরা ছিলাম-আছি-থাকবো । 

  অবিলম্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাঙালী জনগোষ্ঠী তথা দেশজুড়ে অহিন্দী ভাষীদের উপর  হিন্দী ভাষা চাপিয়ে দেওয়ার বক্তব্য এবং অগণতান্ত্রিক ভাবে পাশ করানো জাতীয় শিক্ষানীতি মধ্যে দিয়ে হিন্দী ভাষাকে বলপূর্বক শিক্ষাক্ষেত্রে চাপিয়ের দেওয়া নীতি প্রত্যাহার না করলে , 'বাঙালী ছাত্র-যুব সমাজ' সমস্ত   বাঙলা জুড়ে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলবে বলেও হুঙ্কার দেন তিনি ।