কেন্দ্রীয়   সরকার একে একে সমস্ত রাষ্ট্রায়ত্ত শিল্পগুলিতে  পুঁজিপতিদের হাতে তুলে দিচ্ছে

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

স্বাধীনতালাভের  পর ভারত মিশ্র অর্থনীতির পথ অনুসরণ করে৷  অর্থাৎ শিল্পে ব্যষ্টি মালিকানাধীন প্রাইভেট সেকটর যেমন থাকবে, তেমনি পাশাপাশি থাকবে সরকার পরিচালিত পর্বালিক সেক্টর (রাষ্ট্রায়ত্ত শিল্প)৷ কিন্তু  ইদানিং দেখা যাচ্ছে, একে একে রাষ্ট্রায়ত্ত শিল্পগুলিকে  বন্ধ করে সমস্ত শিল্প পুঁজিপতিদের হাতে তুলে দেওয়াবা হচ্ছে৷

গত ২০১০ সাল থেকে ২৩ টি রাষ্ট্রায়ত্ত সংস্থা পশ্চিমবঙ্গ থেকে গুটিয়ে নেওয়া হয়েছে৷ আরও বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত বিভিন্ন অজুহাতে বন্ধ করে দেওয়ার  কথা ভাবা হচ্ছে৷

সম্প্রতি টি বোর্ডের সদর দফতর  কলকাতা থেকে সরিয়ে  নেওয়া হয়েছে৷  এরপর আরও কয়েকটি লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘হিন্দুস্থান ষ্টিল ওয়ার্কস্ কনষ্ট্রাকসান লিমিটেডে’র সদর দফতরও কলকাতা থেকে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷