কেন্দ্রীয় সরকার কর্তৃক দলিত শ্রেণীর মধ্যে আনন্দমার্গের  শিক্ষা বিস্তার বহুল প্রশংসিত

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

কেন্দ্রীয় সরকারের সাংস্কৃতিক  বিভাগের অন্তর্ভুক্ত আই.এস.আর. এন (ইনডিয়ান সোস্যাল রেসপনসিবিলিটি নেটওয়ার্ক) বিভাগ সমাজের  দলিত শ্রেণীর উন্নয়ণে যে সমস্ত বেসরকারী সংস্থা কাজ করে চলেছেন তাদের তথ্যাদি সংগ্রহ করে’, নানানভাবে উৎসাহিত করে’ তাঁদের কাজকে মান্যতা দেওয়া হয়!

এইবার ‘আই এস আর এন’ এর পক্ষ থেকে  দলিত  শ্রেণীর মধ্যে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে আনন্দমার্গের  কাজের ভূয়সী প্রশংসা করা হয়েছে ও বিশেষ করে এই ক্ষেত্রে তাঁদের সেবাকাজকে সবচেয়ে ভাল বলে  মান্যতা দেওয়া হয়েছে৷

গত ১২ই ফেব্রুয়ারী আনন্দমার্গের আনন্দনগর  মাষ্টার ইয়ূনিটের রেকট্র মাষ্টার আচার্য নারায়ণানন্দ অবধূতকে এই উপলক্ষ্যে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল৷ এই অনুষ্ঠানে ‘আই এস আর এস এন’ এর তরফ থেকে  প্রকাশিত এক পুস্তকের আবরণ উন্মোচন করেন উপরাষ্ট্রপতি এম.ভেঙ্কটাইয়া নাইডু৷ ওই পুস্তকে আনন্দমার্গের  সেবামূলক কাজকর্মের তথ্যাদি প্রকাশ করা হয়েছে৷ দলিত শ্রেণীর উন্নয়ণকল্পে আরও যাঁরা বিশেষভাবে কাজ করছেন তাদের নাম ও কাজকর্মের তথ্যাদিও এই  পুস্তকে রয়েছে৷