পি.এন.এ ঃ আনন্দমার্গে ইয়ূনিবার্সাল রিলিফ টিম, সংক্ষেপে এ্যামার্ট AMURT)-এর স্বেচ্ছাসেবীরা কেরালায় ব্যাপকভাবে বন্যাত্রাণের কাজ চালিয়ে যাচ্ছেন৷ কেরালা সরকারও আনন্দমার্গের ত্রাণকর্মীদের এ ব্যাপারে সমস্ত প্রকারের সহযোগিতা করে চলেছেন৷ কেরালার বিভিন্ন বন্যা প্লাবিত এলাকায় এ্যামার্ট কর্মীরা ইতস্ততঃ ছড়ানো মৃত গলিত পশুদেহ পরিষ্কার করা ও বিধবস্ত ঘরবাড়ীর ধবংসস্তুপ পরিষ্কার করার কাজ করে চলেছেন৷ সরকার থেকে তাঁদের সবরকমের সাহায্য করা হচ্ছে৷ ঘরবাড়ীর ধবংসস্তুপ পরিষ্কার করতে সরকার থেকে তাঁদের ক্রেন দিয়েও সাহায্য করা হচ্ছে৷
এ্যামার্টের এই ত্রাণ ও সাফাই কার্য পরিচালনা করছেন আচার্য উদ্ভাসানন্দ অবধূত, আচার্য অরিন্দমানন্দ অবধূত, আচার্য উদিতানন্দ অবধূত, আচার্য দিবাকরানন্দ অবধূত, আচার্য মানসরঞ্জনানন্দ অবধূত, আচার্য স্বরূপ ব্রহ্মচারী, আচার্য সত্যবোধানন্দ অবধূত প্রমুখ৷
অন্যদিকে আনন্দমার্গ ইয়ূনিবার্সাল রিলিফ টিমের মহিলা বিভাগ (AMURTEL)-এর পক্ষ থেকে দুর্গতদের মধ্যে খাদ্যসামগ্রী, দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র, থালা, বাসন, বালতি প্রভৃতি পৌঁছে দেওয়া হচ্ছে৷ আজই দুর্গত পরিবারদের মধ্যে ২০০ বালতি বিতরণের সংবাদ এসেছে৷
এ্যামার্টেলের পক্ষ থেকে বন্যাত্রাণ কার্য পরিচালনা করছেন অবধূতিকা আনন্দমুক্তিধারা আচার্যা, অবধূতিকা আনন্দবীতরাগা আচার্যা, অবধূতিকা আনন্দকর্ণিকা আচার্যা, অবধূতিকা আনন্দসত্যনিষ্ঠা আচার্যা, অবধূতিকা আনন্দসরিতা আচার্যা, অবধূতিকা আনন্দভাবাতীতা আচার্যা, অবধূতিকা আনন্দসুধীরা আচার্যা প্রমুখ৷
আনন্দমার্গ রিলিফ টীমের পক্ষ থেকে কেরালা বন্যা দুর্গতদের মধ্যে সব রকমের সেবাকার্য অব্যাহত রাখতে আনন্দমার্গের বিভিন্ন ইয়ূনিট ও সমস্ত সহৃদয় মানুষদের আনন্দমার্গের ত্রাণ তহবিলে সাহায্য পাঠানোর জন্যে আনন্দমার্গের জেনারেল সেক্রেটারীর পক্ষ থেকে আবেদন করা হয়েছে৷
সর্বশেষ প্রাপ্ত সংবাদ, ত্রিপুরায় আনন্দমার্গের বিশালগড় ইয়ূনিট থেকে কেরালায় আনন্দমার্গের ত্রাণ তহবিলের জন্যে ৩০ হাজার টাকা পাঠানো হয়েছে৷ যাঁরা আনন্দমার্গের ত্রাণ তহবিলে সাহায্য পাঠাতে চান তাঁদের জন্যে নিম্নে আনন্দমার্গ রিলিফ টিমের এ্যাকাউণ্ট নম্বর দেওয়া হ’ল ঃ
Ananda Marga Pracaraka Samgha
IFSC UCBA0000875
UCO BANK
KOVILAKAM ROAD
THRISSHUR
Kerala
(যোগাযোগের জন্যে---জেনারেল সেক্রেটারী, আনন্দমার্গ প্রচারক সংঘ
ফোন / হোয়াটস্যাপ—8777791006