কেরল রাজ্যের ত্রিচূরে আনন্দমার্গের  বৈপ্লবিক বিবাহ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৬ই জুন কেরল রাজ্যের ত্রিচূর নিবাসী পি.কে বাবু ও শ্রীমতী স্বপ্ণা বাবুর একমাত্র কন্যা কল্যাণীয়া পূর্ণিমার সঙ্গে পশ্চিমবঙ্গের ব্যাণ্ডেল নিবাসী শ্রীবিধুভূষণ দেবনাথ ও শ্রীমতী তপতী দেবনাথের দ্বিতীয় পুত্র কল্যাণীয় আনন্দভূষণের সঙ্গে শুভবিবাহ শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী প্রবর্ত্তিত নবসমাজ শাস্ত্র অনুসারে অনুষ্ঠিত হয৷ ভক্তিমূলক প্রভাতসঙ্গীত, কীর্ত্তন, সমবেত ধ্যান ও গুরুপূজার পবিত্র ধর্মীয় পরিবেশে সুসজ্জিত মণ্ডপে অনুষ্ঠিত এই শুভবিবাহে পাত্রপক্ষে পৌরোহিত্য করেন প্রবীণ সন্ন্যাসী আচার্য মোহনানন্দ অবধূত ও পাত্রীপক্ষে পৌরোহিত্য করেন প্রবীণা সন্ন্যাসিনী অবধূতিকা আনন্দকরুণা আচার্যা৷ ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে আগত সহস্রাধিক নিমন্ত্রিত অতিথিবৃন্দ ও বহু সন্ন্যাসী-সন্ন্যাসিনীর উপস্থিতিতে এই শুভবিবাহ অনুষ্ঠান আনন্দ মুখর হয়ে ওঠে৷ অনুষ্ঠানে ভাবগম্ভীরর পরিবেশে আনন্দমার্গের দর্শন ও সমাজশাস্ত্র নিয়ে মনোজ্ঞ বক্তব্য রাখেন আচার্য প্রিয়কৃষ্ণানন্দ অবধূত৷

গত ২৩শে জুন ব্যাণ্ডেলের শরৎচন্দ্র রেলওয়ে ইনষ্টিটিউটে জাঁকজমক সহকারে বধূবরণ অনুষ্ঠান সুসম্পন্ন হয়৷