কেশিয়াড়ী সারদা লায়ন্স স্কুলে গল্প বলা প্রতিযোগিতা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

শারদোৎসবের পরে পুনরায় শুরু হ’ল ৫ম বর্ষ গল্প বলা প্রতিযোগিতা৷ ১২ই নভেম্বর, মঙ্গলবার কেশিয়াড়ীর সারদা লায়ন্স স্কুলে অনুষ্ঠিত হল গল্প বলা প্রতিযোগিতা৷ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে থেকে ৩৬ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে৷ শ্রীপ্রভাতরঞ্জন সরকার এর ‘অনুনাসিকতা’ গল্পটি সুন্দর ভাবে পরিবেশন করে শিক্ষার্থীরা৷ বিচারকদের বিচারে সেরা পাঁচ প্রতিযোগী হল--- অর্কদীপ মান্না, সায়নী দাস, অনুষ্কা আদক, অদ্রীজা মল্লিক ও সৌমিলি দাস৷ প্রতিযোগিতা শুরু হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীচিত্তরঞ্জন বেরার সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে৷ শেষে পাঁচ প্রতিযোগী সহ সকল প্রতিযোগীর হাতে শংসাপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়৷