কেশিয়াড়ীর খড়িপাড়া ‘আনন্দ মঞ্জু’ মাস্টার ইউনিটে সেবাকাজ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

স্বামী বিবেকানন্দের শুভ জন্মদিনে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ী ব্লকের অন্তর্গত খড়িপাড়া গ্রামে আনন্দ মার্গ ইউনিবার্সাল রিলিফ টীমের পক্ষ থেকে আনন্দ মঞ্জু মাস্টার ইউনিটে স্বামীজির জন্মদিন উদযাপনের পাশাপাশি নানান ধরনের সেবামূলক কর্মসূচি পালিত হয়৷ সারাদিন ধরে চলে অনুষ্ঠান৷ স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে আগত অতিথিবৃন্দের মাল্যদানের পর স্বামীজির জীবন ও এই এলাকায় আনন্দমার্গের বিভিন্ন সেবামূলক কাজের প্রশংসা করেন বক্তারা৷ আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত ছাড়াও বক্তব্য রাখেন সমাজসেবী হরেকৃষ্ণ সিং, অশোক রাউৎ, জেলা পরিষদ সদস্যা পলি সাহা, ভুক্তি প্রধান শুভাশীষ সাহু প্রমুখ৷ আগত বিশিষ্টজনের হাত দিয়ে দুই শতাধিক দরিদ্র মানুষের হাতে তুলে দেওয়া হয় কম্বল, চাদর,শাড়ি,ধুতি ইত্যাদি৷ বিনামূল্যে চিকিৎসা শিবিরের মাধ্যমে প্রায় পাঁচ শতাধিক মানুষের চিকিৎসা করা হয়৷ এই শিবিরে উপস্থিত ছিলেন স্বনামধন্য জেনারেল ফিজিশিয়ান সহ চক্ষু ও দন্তরোগ বিশেষজ্ঞ এবং দুজন হোমিওপ্যাথি চিকিৎসক৷ এছাড়াও রক্তের গ্রুপ নির্ণয় ও সুগার পরীক্ষা করা হয়৷ প্রায় সাত শতাধিক মানুষ মিলিত আহারে অংশ নেন৷ স্থানীয় গ্রামবাসীগণের সহযোগিতায় সমগ্র অনুষ্ঠান টি পরিচালনা করেন খড়িপাড়া ইউনিটের অমলেশ রাউৎ, রাধানাথ রাউৎ, আচার্য ভুবনেশানন্দ অবধূত প্রমুখ৷