সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
১১ জানুয়ারি ২০২৫, আনন্দনগরের পগরো গার্লস প্রাউটিষ্ট ভবনে চতুর্থ বার্ষিকী তিন ঘণ্টাব্যাপী অখণ্ড ‘বাবা নাম কেবলম’ নাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানের সূচনা হয় মিলিত ঈশ্বর-প্রণিধান দিয়ে৷ এছাড়াও, বর্ণার্ঘ্যদান, স্বাধ্যায় ও তত্ত্বসভা অনুষ্ঠিত হয়৷
সমাজের দরিদ্র ও অসহায় মানুষের জন্য কম্বল ও বস্ত্র বিতরণ কর্মসূচি ছিল আয়োজনের অন্যতম আকর্ষণ৷ পাশাপাশি, নারায়ণ সেবার মাধ্যমে সকল অংশগ্রহণকারীদের মধ্যাহ্ণ আহার বিতরণ করা হয়৷ এই মহতী আয়োজন আধ্যাত্মিক চেতনা ও সমাজসেবার এক অনন্য উদাহরণ স্থাপন করেছে৷