সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
১২ই জানুয়ারী বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে মার্গগুরুদেবের বাসভবনে ভোর ৩টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্তমার্গী মার্গগুরুদেবের বাসভবন মধুমাধবীতে উপস্থিত হয়ে কীর্ত্তনে অংশগ্রহণ করেন৷ কীর্ত্তন পরিবেশন করেন শ্রীপার্থসারথী পাল, শ্রীমতীরাজলক্ষ্মী বণিক, আচার্য রাজেশ ব্রহ্মচারী প্রমুখ৷ কীর্ত্তন শেষে সাধনার পর স্বাধ্যায় করেন শ্রী বরুণ বণিক৷ আনন্দমার্গের আদর্শ ও ভক্তিতত্ত্ব নিয়ে মনোজ্ঞ বক্তব্য রাখেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত ও শ্রীশোক মণ্ডল৷ সবশেষে বিষ্ণুপুর আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষ আচার্য মানসরঞ্জনানন্দ অবধূত স্কুলের ছাত্রছাত্রাদের নিয়ে সাংসৃকতিক অনুষ্ঠান পরিবেশন করেন৷