সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
মনের সূক্ষ্ম অনুভূতির নান্দনিক ও মার্জিত প্রকাশই প্রকৃত অর্থে শিল্প৷ সুন্দরভাবে কিছু বলা, লেখা বা সৃষ্টির মাধ্যমে মানুষের যে অভিব্যক্তি ফুটে ওঠে, সেটিই শিল্পের নিগূঢ় সৌন্দর্য৷
সম্প্রতি, কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটির KCC) তিন কর্মী ও পুরুলিয়া থেকে আরেকজন সদস্য ১৪-১৬ সেপ্ঢেম্বর, ২০২৪ আনন্দনগরে আগমন করেন৷ তাঁদের মূল লক্ষ্য ছিল, কিভাবে গ্রামের কিশোর-কিশোরীদের সূক্ষ্ম বোধের জাগরণ ঘটিয়ে, তাদের সুস্থ-সামাজিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলা যায়৷ আনন্দনগরের অনন্য প্রকৃতি ও পরিবেশ তাঁদের গভীরভাবে মুগ্দ করেছে৷ তাঁরা পরিকল্পনা করেছেন, শিশুকাল থেকেই সূক্ষ্ম বোধের চর্চা ও বিকাশে এক বিশেষ পাঠ্যক্রম প্রণয়ন করবেন৷ আনন্দনগরে নন্দন বিজ্ঞান চর্চার পথকে আরও সুগম করতে তাঁরা আগ্রহী৷ এই মহৎ উদ্যোগে সকলের আন্তরিক সহযোগিতা অপরিহার্য৷