কলকাতা সহ জেলায় জেলায় ‘আমরা বাঙালী’র নেতাজীর জন্মদিবস পালন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

২৩শে জানুয়ারী ঃ বাঙালী বাহিনীর পক্ষ থেকে আজ কলকাতার হাজরা মোড় থেকে একটি সুশৃঙ্খল মিছিল কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জী ও আশুতোষ মুখার্জী রোড দিয়ে মার্চ করে’ এলগিন রোডে নেতাজীর বাসভবনে গিয়ে নেতাজীর মূর্তিতে মাল্যদান করে’ মহান্ নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন৷ ইয়ূনিফর্ম পরিহিত বাঙালী বাহিনীর কয়েকশত যুবক ও বাঙালী নারী মুক্তি বাহিনীর এই মিছিল দেখতে রাস্তার দু’দিকে ভীড় জমে যায়৷ মিছিলটি হাজরা মোড় থেকে ভবানীপুর, জগুবাজার হয়ে সর্বশেষে নেতাজী বাসভবনে পৌঁছায়৷ সেখানে নেতাজীর মূর্ত্তিতে মাল্যদান করেন বাঙালী বাহিনীর কেন্দ্রীয় সচিব হিতাংশু বন্দোপাধ্যায়, আমরা বাঙালীর কেন্দ্রীয় সচিব জ্যোতিবিকাশ সিন্হা, সাংঘটনিক সচিব তপোময় বিশ্বাস, উজ্জ্বল ঘোষ, জয়ন্ত দাস, সুবীর ব্যানার্জী, সুশীল জানা, ও কলকাতা জেলা সচিব সুদীপ বন্দোপাধ্যায় প্রমুখ নেতৃবৃন্দ৷ সামনে বাঙালী বাহিনীর পক্ষ থেকে পথসভাও হয়৷

মিছিল থেকে দাবী ওঠে ২৩শে জানুয়ারী জাতীয় ছুটি ঘোষনা করতে হবে, নেতাজীর জন্মদিনেদেশপ্রেম দিবস হিসেবে পালন করতে হবে, নেতাজীর সমস্ত গোপন ফাইল প্রকাশ করতে হবে ও নেতাজীর অন্তর্ধান সম্পর্কে সত্য উদ্ঘাটন করতে হবে৷ কেন্দ্রীয় সচিব শ্রীজ্যোতিবিকাশ সিনহা বলেন নেতাজীর জন্মদিবস সেইদিনই সার্থক হবে যেদিন ‘আমরা বাঙালী’ নেতাজীর স্বপ্ণের সমাজতন্ত্র প্রতিষ্ঠা করবে প্রাউটের পথে৷ নেতাজী শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়, তিনি অর্থনৈতিক স্বাধীনতার কথাও প্রকাশ্যে বলেছিলেন৷ ‘আমরা বাঙালী’ প্রাউট দর্শনের বাস্তবায়নের মাধ্যমে অর্থনৈতিক স্বাধীনতা প্রতিষ্ঠা করতে চায় ও প্রতিটি মানুষের হাতে নূ্যনতম প্রয়োজন পূর্তির ক্রয়ক্ষমতা দিতে চায়৷

এইদিন পুরুলিয়া জেলার বাঘমুণ্ডি ব্লকে নেতাজী সুভাষচন্দ্র বসু ১২৭তম জন্মদিন পালন করা হয়৷ জেলার নেতৃবৃন্দ সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্য দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন ও নেতাজীর স্বপ্ণ পূরণে প্রগতিশীল সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য সমাজ আন্দোলনের ডাক দেন৷