কলকাতার বেহালা-সরশুনায় প্রভাত সঙ্গীত প্রতিযোগিতা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

কলকাতা ঃ গত ৯ই সেপ্টেম্বর আনন্দমার্গের সাংস্কৃতিক প্রকোষ্ঠ ‘রাওয়া’-র কলকাতা শাখার পক্ষ থেকে বেহালা-সরশুনায় প্রভাত সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ প্রসন্নকুমার স্মৃতি প্রাথমিক বিদ্যালয় ও শিল্পী সংঘে অনুষ্ঠানটি হয়৷ এই প্রতিযোগিতায় সঙ্গীত, নৃত্য ও অংকন মিলে ১৮৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করে৷ ক,খ,গ,ঘ--- বয়স অনুসারে ৪টি গ্রুপে এই প্রতিযোগিতা হয়৷ এছাড়া সমবেত সঙ্গীত ও সমবেত নৃত্য প্রতিযোগিতাও হয়৷ এই প্রতিযোগিতায় বিচারক ছিলেন সঙ্গীতে শ্রীমতী ঝংকৃতা সরকার, নৃত্যে-শ্রীমতী মৌসুমী দে ও অংকনে শ্রী নিশিত শীল৷ তিন শতাধিক দর্শক ও তথা শ্রোতা উপস্থিত থেকে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানটি উপভোগ করেন৷ সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী চলতে থাকে৷ প্রতিযোগিতায় যাঁরা ১ম,২য় ও ৩য় হন তাদের হাতে পুরস্কার তুলে দেন শ্রী নিরঞ্জন সাহা (অবসরপ্রাপ্ত আইনজীবী, সুপ্রিম কোর্ট) ও শ্রী মানব মন্ডল৷

 সমবেত সঙ্গীতে প্রথম হয়েছে ‘গান্ধার মিউজিক এ্যান্ড ড্যান্স সুকল’ ও সমবেত নৃত্যে প্রথম হয়েছে ‘নৃত্য-গীত’ সংস্থা৷ শ্রী মাধব মন্ডল ও তাঁর সঙ্গে ১৫ জন স্বেচ্ছাসেবীর অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত হয়৷ অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন শ্রী কেশব চন্দ্র মন্ডল, শ্রী শিবুপদ আচার্য ও শ্রী ধীরেন্দ্রচন্দ্র বর্মন৷ উপদেষ্টা ছিলেন শ্রী শর্বরী কান্ত ঘোষ৷