কলকাতার লেক গার্ডেন্সস্থিত মার্গগুরু ভবনে কীর্ত্তন দিবস পালন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৮ই অক্টোবর কলকাতার লেক গার্ডেন্সস্থিত মার্গগুরু ভবনে বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত ‘বাবানাম কেবলম্’ মহানামসংকীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ মিলিত সাধনা, গুরুপূজা ও স্বাধ্যায়ের পর মার্গগুরু সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আচার্য কেশবানন্দ অবধূত ও আনন্দমার্গীদের কাছে ৮ই অক্টোবর কীর্ত্তন দিবসের মাহাত্ম্য ও গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত৷ তিনি বলেন---১৯৭০ সালে ৮ই অক্টোবর তৎকালীন বিহারের আমঝরিয়াতে মার্গগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী ভক্তদের সামনে অষ্টাক্ষরী মহামন্ত্র ‘বাব নাম কেবলম্’ উচ্চারণ করে সকলকে তা গাইতে বলেন৷ প্রায় দেড়শতাধিক ব্যষ্টি অনুষ্ঠানে উপস্থিত থেকে কীর্ত্তনে অংশ নিয়ে কীর্ত্তনানুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তোলেন৷ সবশেষে সকলে একযোগে নারায়ণ সেবায় অংশগ্রহণ করেন৷নিজস্ব প্রতিনিধি ঃ গত ৮ই অক্টোবর কলকাতার লেক গার্ডেন্সস্থিত মার্গগুরু ভবনে বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত ‘বাবানাম কেবলম্’ মহানামসংকীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ মিলিত সাধনা, গুরুপূজা ও স্বাধ্যায়ের পর মার্গগুরু সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আচার্য কেশবানন্দ অবধূত ও আনন্দমার্গীদের কাছে ৮ই অক্টোবর কীর্ত্তন দিবসের মাহাত্ম্য ও গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত৷ তিনি বলেন---১৯৭০ সালে ৮ই অক্টোবর তৎকালীন বিহারের আমঝরিয়াতে মার্গগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী ভক্তদের সামনে অষ্টাক্ষরী মহামন্ত্র ‘বাব নাম কেবলম্’ উচ্চারণ করে সকলকে তা গাইতে বলেন৷ প্রায় দেড়শতাধিক ব্যষ্টি অনুষ্ঠানে উপস্থিত থেকে কীর্ত্তনে অংশ নিয়ে কীর্ত্তনানুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তোলেন৷ সবশেষে সকলে একযোগে নারায়ণ সেবায় অংশগ্রহণ করেন৷