গত ৬ই সেপ্ঢেম্বর আনন্দমার্গ প্রচারক সংঘের তিলজলাস্থিত কেন্দ্রীয় আশ্রমে আন্তর্জাতিক সদর দপ্তরে সাড়ম্বরে পালিত হল কৌষিকী দিবস৷ এই উপলক্ষ্যে তিলজলা আশ্রমে ৬ই সেপ্ঢেম্বর সকালে মার্গের অনুগামীরা সমবেত হন৷ সকাল সাড়ে নয়টা থেকে অনুষ্ঠান শুরু হয় প্রভাত সঙ্গীত, কীর্ত্তন, সাধনা ও গুরুপূজার মাধ্যমে৷ এরপর কৌষিক দিবসের তাৎপর্য ও গুরুত্ব সম্বন্ধে আনন্দমার্গের নবতি পার সন্ন্যাসী আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত বলেন মানব সভ্যতার আদিপিতা তারকব্রহ্ম ভগবান সদাশিব পুরুষদের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক ---সর্বাঙ্গীন কল্যাণে উদ্ভাবন করেছিলেন তাণ্ডব নৃত্য৷ এ যুগের তারকব্রহ্ম ভগবান শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী মহিলাদের শারীরিক মানসিক আত্মিক কল্যাণের জন্য ১৯৭৮ সালের ৬ই সেপ্ঢেম্বর পটনায় কৌষিকী নৃত্যের প্রথম প্রবর্তন করেন৷ যা বিশ্ব মানবতার ইতিহাসে এক স্মরণীয় ঘটনা তিনি বলেন--- এটি এক ধরণের যোগ নৃত্য৷ এই নৃত্যের অনুশীলনে মেয়েদের ২২ রোগ উপশম হবে৷ এটি মূলত মেয়েদের নৃত্য হলেও পুরুষরাও এর অনুশীলনে সুফল পাবে৷
এরপর আশ্রমে উপস্থিত বিভিন্ন বয়সের মহিলা ও পুরুষদের বিভিন্ন গ্রুপের মধ্যে কৌষিকী নৃত্য প্রতিযোগিতা হয় ও শেষে পুরস্কার বিতরণ করেন সংঘের ধর্মপ্রচার সেক্রেটারী আচার্য বীতমোহানন্দ অবধূত৷ সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রবীন সন্ন্যাসী আচার্য পরিতোষানন্দ অবধূত৷