কলকাতা ঃ গত ২১শে ফেব্রুয়ারী বাংলা ভাষা শহীদ দিবসে কলকাতার তারামণ্ডলের নিকটে বাংলা ভাষা শহীদ বেদীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাল্যদান করার পর ‘আমরা বাঙালী’র কেন্দ্রীয় সচিব শ্রীবকুল চন্দ্র রায় মহাশয় সহ অন্যান্য নেতৃবৃন্দও বাংলা ভাষা শহীদ বেদীতে মাল্যদান করেন৷ আরও বিভিন্ন সংঘটনের পক্ষ থেকে বাংলা ভাষা শহীদে মাল্যদান করে ভাষা শহীদদের প্রতি সবাই শ্রদ্ধা জ্ঞাপন করেন৷
‘আমরা বাঙালী’র পক্ষ থেকে এরপর বিকেল ৩টের সময় শ্যামবাজার মেট্রো ষ্টেশন থেকে একটি মিছিল বের হয়৷ মিছিলের প্ল্যাকার্ডে ও প্রচারপত্রে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, অসম, ত্রিপুরা সহ সমস্ত বাঙালীস্তান এলাকায় অর্থাৎ বাঙালীর যা নিজস্ব বাসভূমি সেই সমস্ত এলাকায় সমস্ত সরকারী-বেসরকারী কাজে বাংলা ভাষার ব্যবহারের দাবী করা হয়৷ এরপর মিছিল বিবেকানন্দ বাসভবনের নিকট পৌঁছলে এখানে আমরা বাঙালীর তরফ থেকে পথসভা করা হয়৷