কলকাতায় অ্যামার্টের মেডিকেল ক্যাম্প

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

১লা জুলাই আনন্দমার্গ ইউনিবার্র্সল রিলিফটিম কলকাতা নোনাডাঙ্গা রেল কলোনীতে একটি চিকিৎসা শিবিরের আয়োজন করে৷ সেখানে প্রায় দুশতাধিক অসুস্থ মানুষের চিকিৎসা করা হয় ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়৷ আনন্দমার্গ ইউনিবার্সাল রিলিফ টিমের মহিলাশাখার পক্ষ থেকে অবধূতিকা আনন্দ রসপ্রজ্ঞা আচার্যা, অবধূতিকা আনন্দ মুক্তিধারা আচার্যা ও অবধূতিকা আনন্দ কীর্তিলেখা আচার্যা এই চিকিৎসা শিবিরের আয়োজন করেছিলেন৷

গত ২১শে জুন কলকাতা ভুক্তি কমিটি ও আনন্দমার্গ ইউনিবার্র্সল রিলিফটিম মহিলা শাখার উদ্যোগে কলকাতার পঞ্চান্নগ্রাম চৌবাগা নয়নপল্লী প্রভৃতি এলাকায় শিশুদের মধ্যে হর্লিক্স, বিসুকট, গুঁড়ো দুধ ও অন্যান্য খাদ্যসামগ্রী বিতরণ করা হয়৷ অবধূতিকা আনন্দ রসপ্রজ্ঞা আচার্যা, কলকাতার ভুক্তিপ্রধান সুনন্দা সাহা ও মহিলা সেবাদলের সদস্যা মনিকা বর্মন প্রমুখ উপস্থিত ছিলেন৷

দুঃস্থদের মধ্যে ঔষধ বিতরণ

নিজস্ব সংবাদদাতা ঃ গত ২৮শে জুন আনন্দমার্গ প্রচারক সংঘের পরিচালিত কালিকাপুর আভা সেবাদনে থেকে একটি চিকিৎসা শিবিরে দুইশতাধিক মানুষের চিকিৎসা করা হয় ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়৷