গত ২৬শে অক্টোবর কলকাতার মেয়র ফিরাদ হাকিম পুরসভার মাসিক অধিবেশনে বলেন--- কলিকাতা শহরে সমস্ত হোটেল, দোকান, ব্যবসায়ী প্রতিষ্ঠান ও সরকারী বেসরকারী বিজ্ঞাপণের বোর্ড বাংলায় লিখতে হবে৷ মেয়র বলেন অন্যভাসায় লিখলে আপত্তি নেই, কিন্তু আগে বাংলা লিখতে হবে৷
এদিনের অধিবেশনে ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দে প্রস্তাব দেন পুরসভার অধীনে থাকা সরকারী বেসরকারী সমস্ত সাইনবোর্ডে বাংলায় লেখা উচিত৷ জবাবে মেয়র বলেন পুরসভা ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছে৷ মেয়র এই প্রসঙ্গে তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরাখণ্ডের প্রসঙ্গ তোলেন৷
আমরা বাঙালী নেতা তপোময় বিশ্বাস বলেন---‘আমরা বাঙালী’ এই দাবী নিয়ে দীর্ঘদিন আন্দোলন করছে৷ দেরীতে হলেও রাজ্য সরকারের ঘুম ভেঙেছে৷ তবে শুধু কলিকাতা পুরসভা নয়৷ গোটা রাজ্যেই সমস্ত প্রকার সাইনবোর্ড, সরকারী বেসরকারী সমস্ত কাজে ও শিক্ষাক্ষেত্রে বাংলা শিক্ষা আবশ্যিক করতে হবে৷ শ্রী বিশ্বাস আমরা বাঙালীর দীর্ঘদিনের দাবীকে মেনে নেওয়ায় মেয়রকে ধন্যবাদ জানান৷