গত ৪ই এপ্রিল শুরু হয়েছে অষ্ট্রেলিয়ার গোলকোষ্টে কমনওয়েলথ্ গেমস্৷ এখনও পর্যন্ত যা যা প্রতিযোগিতা হয়েছে, যেমন সুইমিং, রেসলিং, গান সুটিং, লিফটিং, ব্যাটমিন্টন, ফ্রি স্টাইল রেসলিং ইত্যাদিতে মহিলা ও পুরুষ বিভাগের সকল প্রতিযোগিদের মধ্যে এখনও পর্যন্ত মহিলা ও পুরুষ প্রতিযোগি মিলিয়ে মোট ২০ জন বিভিন্ন ক্ষেত্রে পদক জয় করেছেন৷ ২০ জনের মধ্যে ১১ জন সোনার পদক জয় করেছেন, ৪ জন রূপো, ও ৫ জন ব্রোঞ্জের পদক৷ তাঁদের নামের তালিকা নীচে দেওয়া হল ঃ
১) পি.ভি.সিন্ধু (ব্যাটমিন্টন) ২) পূজা ধাধা (রেসলিং)
৩) মেহুলি ঘোষ (গান সুটিং) ৪) কিদাম্বি শ্রীকান্ত
৫) সঞ্চিতা চানু (লিফটিং) ৬) জিতু রাই (গান সুটিং)
৭) বিনেশ ফোগাট (ফ্রি-স্টাইল রেসলিং) ৮) বিকাশ ঠাকুর (লিফটিং)
৯) সুশীল কুমার (রেসলিং) ১০) সতীশ কুমার শিবলিঙ্গম (লিফটিং)
১১) সাক্ষী মালিক (রেসলিং) ১২) সাইনা নেওয়াল (ব্যাডমিন্টন)
১৩) সাইকম মীরাবাঈ চানু (রেসলিং) ১৪) হেনা সিধু (গান সুটিং)
১৫) গগন নারাঙ্গ (গান সুটিং) ১৬) দিব্যা ককরান (রেসলিং)
১৭) এস.রেড্ডি (ব্যাটমিন্টন) ১৮) চিরাগ শেট্টি (ব্যাটমিন্টন)
১৯) অঙ্কুর মিত্তল (গান সুটিং) ২০) অপূর্বী চাণ্ডেলা (গান সুটিং)
এদের মধ্যে রূপোর পদক জয়লাভ করে ভারতের তো বটেই বাঙালীর মুখ উজ্জ্বল করেছে হুগলী জেলার বৈদ্যবাটির কন্যা মেহুলি ঘোষ৷ ১৫ই এপ্রিল পর্যন্ত চলবে কমনওয়েলথ গেমস্৷ এছাড়া ভারতের হকি টিমও মালেশিয়াকে হারিয়ে ফাইনালে৷