ভারতীয় দল নির্বাচনী ট্রায়ালে অংশ নেওয়ার অর্থ সাইনা থাকবেন না থমাস এবং উবের কাপের দলেও। কারণ এই সব প্রতিযোগিতার জন্য এক বারই ট্রায়াল হবে। কমনওয়েলথ গেমসের দলে থাকবেন মোট ১০ জন ব্যাডমিন্টন খেলোয়াড়। পাঁচ জন করে পুরুষ ও মহিলা খেলোয়াড় থাকবেন। এশিয়ান গেমস, থমাস কাপ এবং উবের কাপের ভারতীয় দলে থাকবেন ২০ জন ব্যাডমিন্টন খেলোয়াড়। ১০ জন করে পুরুষ এবং মহিলা খেলোয়াড় সুযোগ পাবেন।
ভারতের হয়ে কি আর খেলবেন না সাইনা নেহওয়াল? এমন কথা নিজে অবশ্য বলেননি সাইনা। কিন্তু জানিয়েছেন এ বছর কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলের ট্রায়ালে যোগ দেবেন না। বেশ কিছু দিন ধরেই চেনা ছন্দে নেই সাইনা। কোনও প্রতিযোগিতাতেই বেশি দূর এগোতে পারছেন না। লন্ডন অলিম্পিক্সে মহিলাদের ব্যাডমিন্টন সিঙ্গলসে ব্রোঞ্জ জয়ী সাইনা দু’বার কমনওয়েলথ গেমসে সিঙ্গলসে সোনা জিতেছেন। সাইনা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়াকে (বাই) নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন।
ভারতীয় দল নির্বাচনী ট্রায়ালে অংশ নেওয়ার অর্থ সাইনা থাকবেন না থমাস এবং উবের কাপের দলেও। কারণ এই সব প্রতিযোগিতার জন্য এক বারই ট্রায়াল হবে। কমনওয়েলথ গেমসের দলে থাকবেন মোট ১০ জন ব্যাডমিন্টন খেলোয়াড়। পাঁচ জন করে পুরুষ ও মহিলা খেলোয়াড় থাকবেন। এশিয়ান গেমস, থমাস কাপ এবং উবের কাপের ভারতীয় দলে থাকবেন ২০ জন ব্যাডমিন্টন খেলোয়াড়। ১০ জন করে পুরুষ এবং মহিলা খেলোয়াড় সুযোগ পাবেন।