প্রতিবছরের ন্যায় এবছরও পরমারাধ্য গুরুদেব শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর মহাপ্রয়াণ দিবস উপলক্ষ্যে ২১শে অক্টোবর থেকে ২৬শে অক্টোবর ছয়দিন ব্যাপী অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হবে
তবে এ বছর ভক্তমণ্ডলীকে কীর্ত্তনে যোগ দিতে করোনা সংক্রমনের কারণে কিছু বিধি নিষেধ মেনে চলতে হবে কেন্দ্রীয় ধর্মপ্রচারক সচিব আচার্য বীতমোহানন্দ অবধূত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন--- কোভিড-১৯ এর কারণে নানা অসুবিধা সত্ত্বেও এবছর যথারীতি মহাপ্রয়াণ দিবস উপলক্ষ্যে ছয়দিন ব্যাপী অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হবে তবে কোভিড-১৯ এর কারণে কীর্ত্তনে যোগদানে ইচ্ছুক ভক্তমণ্ডলীকে কিছু নিয়ম মেনে চলতে হবে কীর্ত্তনের কয়দিন আশ্রমে এক সঙ্গে নির্দিষ্ট সংখ্যকের বেশী জমায়েত হতে দেওয়া যাবে না, তাই কীর্ত্তনে যোগদানে ইচ্ছুক ভক্তমণ্ডলীকে আগামী ৩০ শে সেপ্ঢেম্বরের মধ্যে কেন্দ্রীয় ধর্মপ্রচার সচিব আচার্য বীতমোহানন্দ অবধূত অথবা কেন্দ্রীয় জনসংযোগ সচিব আচার্য তন্ময়ানন্দ অবধূতের কাছে নাম নথিভুক্ত করতে হবে তারপর প্রত্যেকে কীর্ত্তনে যোগ দেওয়ার সময় জানিয়ে দেওয়া হবে কীর্ত্তন সমাপ্ত হওয়ার পরেই আশ্রম ছেড়ে চলে যেতে হবে পরবর্তী গোষ্ঠীকে আসার সুযোগ দিতে কারণ আশ্রমে অযথা ভীড় করে থাকা চলবে না
আচার্য বীতমোহানন্দ অবধূত
কেন্দ্রীয় ধর্মপ্রচার সচিব
মোবাইলহোয়াটসএ্যাপ---৮৭৭৭৭৯১০০৬
আচার্য তন্ময়ানন্দ অবধূত
কেন্দ্রীয় জন সংযোগ সচিব
মোবাইলহোয়াটসএ্যাপ---৯৪৩৩১৬২৪৮০