দুবছর চেনা ছবিতে দেখা গেল নববর্ষের চেহারা৷ করোনা বিধির বন্দীদশা কাটিয়ে বাঙালীর নববর্ষ পয়লা বৈশাখ আবার ছন্দে ফিরল৷ এই দিন বাঙালী ব্যবসায়ী হালখাতার পূজা করেন, তাই কালীঘাট থেকে দক্ষিণেশ্বর তারাপীঠ সর্বত্রই ভিড়েঠাসা দুবছর আগের ছবি৷ বিভিন্ন গণসংঘটন ও রাজনৈতিক দলগুলিও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ উৎসব পালন করে৷ কচি-কাঁচাদের নিয়ে পথে পথে সুসজ্জিত শোভাযাত্রা কন্ঠে রবীন্দ্র সংগীত বর্ষবরণের সবরকম উপাচারেই ভরপুর ছিল পয়লা বৈশাখ৷ এদিন কলকাতা ভি.আই.পি নগরে আনন্দমার্গের কেন্দ্রীয় আশ্রমেও বর্ষবরণ উৎসব পালিত হয় নানা অনুষ্ঠানের মধ্য দিয়৷ সকালে তিনঘন্টা অখণ্ড ‘বাবা নাম কেবলম্’কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ এরপর শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী নববর্ষ বিষয়ে প্রবচন পাঠ করে শোনান আচার্য নিত্যসত্যানন্দ অবধূত৷ এরপর প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য পরিবেশন করেন শিল্পীবৃন্দ৷ এইদিন আগরতলা শহরে বাঙালী মহিলা সমাজের পক্ষ থেকে বর্ষবরণ উৎসব উপলক্ষ্যে দুঃস্থ ও ভরঘুরেদের মিষ্টি বিতরণ করা হয়৷
অসম ত্রিপুরা, ঝাড়খণ্ডের ও বিহার উড়িষ্যার বাঙালী অধ্যাস্থিত অঞ্চলগুলিতে আমরা বাঙালীর পক্ষ থেকে কীর্ত্তন, সঙ্গীত, নৃত্য পরিবেশন প্রভৃতি নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ উৎসব পালিত হয়৷