প্রথম ইনিংসে পিছিয়ে ছিল বাংলা৷ চতুর্থ দিন ১৮৭ রান লক্ষ্য ছিল ঝাড়খণ্ডের জিততে৷ ঘরের মাঠ রাঁচীতে মাত্র ১১৮ রানে শেষ হয়ে যায় বাংলার বিপক্ষ ঝাড়খণ্ডের৷ ৬১.২ ওভারেই শেষ হয়ে যায় বাংলার বিপক্ষ ঝাড়খণ্ড৷
চতুর্থ দিনের শুরুতে বাংলার রান ছিল ২৭০-৫৷ সেখান থেকে আর ৩০ রান যোগ করে ডিক্লেয়ার করে বাংলা৷ অনিকেত বিশ্বাস ২১২ বলে ১১৯ রান করে বাংলার জয়ের সম্ভাবনা তৈরি করে৷ সেই পরিস্থিতির সদ্ব্যহার করেন বাংলা তরুন পেসার যুধাজিৎ গুহ৷
প্রথম ইনিংসে ঝাড়খণ্ডের হয়ে ১৪৪ রান করা এল কৌশিকন্ক এ দিন মাত্র ২৩ রানে প্যাভিলিয়নে ফিরিয়ে দেন যুধাজিৎ৷ তারপর থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে ঝাড়খণ্ড৷ শেষমেশ কঠিন পরিস্থিতি থেকে ম্যাচ জিতে বেরিয়ে যায় বাংলা৷
অনুধর্ব কোচবিহার ট্রফিতে ঝাড়খণ্ডের বিরুদ্ধে চতুর্থ দিনে সাত উইকেট নিয়ে বাংলাকে জেতালেন পেসার যুধাজিৎ গুহ৷ মাত্র ২৩ রান দিনে তিনি ভাঙেন বিপক্ষের ব্যাটিং বিভাগকে৷