কোচবিহারে বিক্ষোভ সভা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

সংসদে গোর্খাল্যাণ্ড প্রসঙ্গ তোলায় ও গোর্র্খল্যাণ্ডের বিষয়ে দিল্লীতে আলোচনায় বসার প্রতিবাদে কোচবিহার শহরের কাছাড়ি মোড়ে ‘আমরা বাঙালী’ কর্মী সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করেন৷  বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন, ‘আমরা বাঙালী’ কোচবিহার জেলা সচিব প্রসন্ন কুমার রায় ও বরেন্দ্রভূমির সংঘটন সচিব দলেন রায়৷  বক্তারা বলেন--- অনেক বাঙলা ভাগ হয়েছে এবার বাঙলা জোড়ার কাজ শুরু হবে৷ পশ্চিমবঙ্গ সংলগ্ণ প্রতিটি রাজ্যের সঙ্গে যুক্ত বাংলার অংশ এবার বাঙলাকে ফেরত দিতে হবে৷ দার্জিলিঙকে বাঙলা থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হলে পাহাড়ের আগুন দিল্লী পর্যন্ত পৌঁছে যাবে৷