কোচবিহারে প্রাউট সম্মেলন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

২৯শে নভেম্বর কোচবিহার জেলার তুফানগঞ্জ ব্লকের নানাবাড়ীতে প্রাউট সম্মেলনের আয়োজন করা হয়ে ছিল৷ এখানে জেলার সমস্ত প্রাউট কর্মীদের প্রাউট দর্শন বিষয়ে ও সাংঘটনিক প্রশিক্ষণ দেওয়া হয়৷ সম্মেলনে বক্তব্য রাখেন আচার্য কৃষ্ণস্বরূপানন্দ অবধূত, প্রাউটভুক্তি প্রধান নরেশ রায় ও শ্রী দলেন রায়৷ বিভিন্ন বক্তা বর্তমান অর্থনৈতিক দুরাবস্থার জন্যে পুঁজিবাদী আগ্রাসন ও সরকারের ভ্রান্ত অর্থনৈতিক পরিকল্পনাকে দায়ী করেন৷ কেন্দ্রীয় সরকারের কৃষিনীতি ও অত্যাবশ্যকীয় পণ্য আইন সংশোধনের বিরোধিতা করে বলেন কোন আইন দিয়ে কৃষি ও কর্ষকের  সার্বিক কল্যাণ তথা উন্নতি কখনোই সম্ভব নয়৷ একমাত্র প্রাউটের দৃষ্টিকোন থেকে কৃষিকে সমবায় রূপ দিয়ে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োগ করে অধিক উৎপাদনের পরিকল্পনা নিতে হবে৷

সম্মেলনের পরিচালনা ও ব্যবস্থাপনায় ছিলেন শ্রী সুশান্ত রায় বিকাশ বর্মন৷