কোচবিহারে সাধনা শিবির

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৩-১৫ই সেপ্ঢেম্বর কোচবিহার নিউটাউন আনন্দমার্গ স্কুলে তিনদিনের একটি সাধনা শিবির অনুষ্ঠিত হয়৷ এই শিবিরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দুইশত মার্গী ভাই বোন যোগ দিয়েছিলেন৷ শিবিরের মুখ্য প্রশিক্ষক ছিলেন আচার্য বিকাশানন্দ অবধূত৷ তিনি সাধনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করেন৷ তাঁর মনোজ্ঞ আলোচনায় মার্গী ভাইবোনরা অত্যন্ত উপকৃত হয়৷ তারা দৈনন্দিন সাধনার সময় যেসব ভুল ত্রুটি ছিল তা বুঝে সংশোধন করে নেন ও সাধনায় অনুপ্রাণিত হন৷ তিনদিনের এই সাধনা শিবিরে আচার্য বোধিসত্ত্বানন্দ অবধূত তাঁর ক্লাসে মার্গীদের প্রাত্যহিক দুবেলা সাধনায় বসতে অনুপ্রাণিত করেন৷ এই সাধনা শিবিরটি পরিচালনা করেন কোচবিহার ডিট.এস. আচার্য কৃষ্ণধ্যানানন্দ অবধূত ও জেলার ভুক্তিপ্রধান বাসুদেব মল্লিক৷ সহযোগিতায় ছিলেন স্থানীয় মার্গীবৃন্দ৷