কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করে বাঙালী ছাত্রযুব সমাজ৷ বাঙালী ছাত্রযুবসমাজের কেন্দ্রীয় সচিব শ্রী তপোময় বিশ্বাস বলেন--- একদিকে প্রধানমন্ত্রী যখন আত্মনির্ভর ভারতের কথা বলেন আবার কয়লার মতো লাভজনক সংস্থা পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় জানতে হবে প্রধানমন্ত্রীর কথায় ও কাজে মিল নেই৷ কয়লা দেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ ৷ প্রধানমন্ত্রী সেই সম্পদ বিদেশী বিলগ্ণীকারীদের হাতে তুলে দিতে চাইছেন৷ এর থেকে মনে হয় প্রধানমন্ত্রী আত্মনির্ভর কি জিনিস জানেন না, অথবা তিনি জনগণকে ধোঁকা দিতে চাইছেন৷ আত্মনির্ভর ভারত তখনই সম্ভব হবে যখন অর্থনৈতিক ক্ষমতা জনগণের হাতে আসবে৷ পুঁজিপতিদের হাতে দেশ ও দেশের সম্পদ তুলে দিয়ে আত্মনির্ভর ভারত গড়া সম্ভব নয়৷ তিনি বলেন--- কয়লা ভারত তথা বাঙলার সম্পদ, একে পুঁজিপতিদের হাতে তুলে দেবার অপচেষ্টা রুখতে ‘আমরা বাঙালী’ গণতান্ত্রিক পদ্ধতির সবরকম শক্তি প্রয়োগ করবে৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়