গত ১৮ই এপ্রিল আনন্দমার্গ প্রচারক সংঘের পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট শাখা ও কাউরচণ্ডী আনন্দমার্গ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে জগৎগুরু শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর শুভ জন্মশতবর্ষ উদযাপন করা হয়৷
ভোর পাঁচটায় পাঞ্চজন্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়, তারপর ধবজবন্দনা ও তৎপরে সকাল সাড়ে ছয়টা নয়টা পর্যন্ত এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বাবা নাম কেবলম্ নাম সংকীর্তনের মাধ্যমে আশেপাশের সমস্ত গ্রামগুলো পরিপরিক্রমা করে ও সকল গ্রামবাসী তথা ভক্তবৃন্দদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়৷ সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত আনন্দমার্গ বিদ্যালয় প্রাঙ্গণে বাবা নাম কেবলম অখণ্ড কীর্ত্তন, মিলিত সাধনা হয় ও তৎপরে ভাগবত ধর্মের ওপর বক্তব্য রাখেন প্রবীণ সন্ন্যাসী আচার্য পরিতোষানন্দ অবধূত৷ বিকেল তিনটায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রভাত সঙ্গীত পরিবেশন ও জগৎ কল্যাণে ভগবান শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর অবদান সম্পর্কিত বিষয়ের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ প্রভাতসঙ্গীত পরিবেশন করেন রাওয়া শিল্পী অবধূতিকা আনন্দ পূর্ণপ্রাণা আচার্যা, শ্রীমতী অলকা বর্মন অধিকারী ও পার্থসারথি পাল৷ আলোচনা সভায় বক্তব্য রাখেন শুভেন্দু ঘোষ, অবধূতিকা আনন্দ গুণময়া আচার্যা, আচার্য প্রসূনানন্দ অবধূত, আচার্য রবীশানন্দ অবধূত ও সভাপতিত্ব করেন প্রাক্তন ভুক্তিপ্রধান শ্রী মানস কালসার মহাশয়৷