বিগত ২২শে ফেব্রুয়ারি কোলাঘাটের বিশিষ্ট মার্গী শ্রী বিমল পোড়িয়ার বাসভবনে জীব ও জগতের কল্যাণ কামনায় তিন ঘণ্টাব্যাপী অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হল৷ কোলাঘাট ও পার্শবর্তী এলাকার মার্গী ভাই-বোনেরা সবাই উপস্থিত হয়েছিলেন৷ আনন্দমার্গের আদর্শ ও ব্যষ্টিজীবনে সাধনার প্রয়োজনীয়তা বিষয়ে বক্তব্য রাখেন আচার্য শিবপ্রেমানন্দ অবধূত প্রমুখ৷ আচার্য রবীশানন্দ অবধূত৷ আচার্য সুবোধানন্দ অবধূত এবং অবধুতিকা আনন্দ ভাবাতীতা আচার্যা প্রমুখ বিশিষ্ট ব্যষ্টিরা সারাক্ষণ উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সর্বাঙ্গসুন্দর করার ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেন৷ নদীয়া জেলা ও তৎপার্শ্ববর্তী জেলাগুলি থেকেও বহু ভক্তজন কীর্তন অঙ্গনে উপস্থিত হয়ে কীর্তনে অংশ গ্রহন করেন৷ অখন্ড কীর্তন শেষে মিলিত সাধনা,গুরুপুজার পরে স্বাধ্যায় করেন বাসন্তি বিশ্বস৷ অনুষ্ঠানে ‘কীর্তন মহিমা’-র ওপর আলোকপাত করেন বিশিষ্ঠ আনন্দমার্গী শ্রী স্মরজিৎ মন্ডল ও আনন্দমার্গের বিশিষ্ঠ সন্যাসী আচার্য মায়াতীতানন্দ অবধূত ও নদীয়াভুক্তিপ্রধান ডাঃ বৃন্দাবন বিশ্বাস প্রমুখ কীর্তনানুষ্ঠান শেষে তিন শতধিক ভক্তকে নারায়ন সেবায় আপ্যায়ীত করেন৷ শ্রী দীপক বিশ্বাস ও শ্রীমতী সবিতা বিশ্বাস৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়