গত বছরের থেকে এবছর এই সময় পর্যন্ত প্রায় চারগুণের বেশি কর আদায় হয়েছে৷ হাওড়া উলুবেড়িয়ার সাংসদ সাজদা আহমেদ সাংসদে লিখিতভাবে প্রশ্ণ করেছিলেন---গত বছরের চেয়ে কি এবছর কর আদায় বেড়েছে? প্রশ্ণের উত্তরে অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন--- গত বছরের তুলনায় এবছর জুন পর্যন্ত কর অনেকটাই বেড়েছে৷ গতবার জুন পর্যন্ত মাত্র ৯.৪ শতাংশ কর বেড়েছিল৷ সেই তুলনায় এবছর এখনও পর্যন্ত ৪১.৩২ শতাংশ কর বেড়েছে৷ তবে রাষ্ট্রমন্ত্রী জানান, কর বাড়লেও খাদ্যবস্তুতে কর ছাড় দেওয়ার কোন প্রশ্ণ নেই৷ বিরোধীদের চাপে পড়ে মূল্যবৃদ্ধি ইস্যুতে বিরোধীদের সঙ্গে বৈঠকে বসার আগেই সরকারের অবস্থান স্পষ্ট হয়ে গেল সংসদে অর্থ দপ্তরের রাষ্ট্রমন্ত্রীর জবাবে৷ অর্থাৎ কর আদায়ে বাড়লেও বিরোধীদের সঙ্গে দ্রব্যমূল্যবৃদ্ধির বৈঠকে বসলেও সাধারণ মানুষের মূল্যবৃদ্ধির হাত থেকে স্বস্তি পাওয়ার আশা নেই৷
সংবাদদাতা
পি.এন.এ.
সময়