সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
আইনের ফাঁক দিয়ে জি.এস.টি ফাঁকির ভুরি ভুরি অভিযোগ আছে৷ তবে এবার যেন সরষের মধ্যেই ভুত! কেন্দ্রীয় সরকারের দুই দপ্তরের বিরুদ্ধেই জি.এস.টি ফাঁকি দেওয়ার অভিযোগ৷ কেন্দ্রীয় সরকারের এই দুই দপ্তর রেল ও যোগাযোগ মন্ত্রকের অধীনে থাকা ডাক বিভাগ৷
জি.এস.টি সংক্রান্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবী রেল ও ডাক বিভাগের দুই দপ্তরের জি.এস.টি ফাঁকির পরিমাণ প্রায় ৪২৩ কোটি টাকা৷ এর মধ্যে ইণ্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্র্পেরেশনের জি.এস.টি ফাঁকির পরিমান ২৯৭ কোটি টাকা, গ্রামীন ডাক জীবন বিমা ও ডাক জীবন বিমা বিক্রির ১২৬ কোটি টাকার জি.এস.টি ডাক বিভাগ জমা করেনি৷ সারা দেশে ২৩টি সার্কেল থেকে এজেন্টের মাধ্যমে ডাক জীবন বিমা ও গ্রামীন ডাক বিমা বিক্রি হয়৷ এজেন্টের প্রাপ্য কমিশন থেকে জি.এস.টি কেটে জমা করা নিয়ম৷ কিন্তু অভিযোগ ---এজেন্টের কাছ থেকে জি.এস.টি কাটা হলেও তা জমা হয়নি৷