গত ১৫ই নভেম্বর সেমিফাইনালে ভারতের সাথে নিউজিল্যাণ্ডের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অবশেষে যুদ্ধে বিজয়ী ভারতীয় দল৷ ফাইনালে পৌঁছে গেছে ভারত৷ গত বুধবার ভারতীয় দলের বিশেষ করে তিন জনের অসাধারণ খেলার কৃতিত্বের কারণে কঠিনতম ম্যাচ ভারতের হাতে চলে আসে প্রথমে সকালে ভারত যখন ব্যাটিং-এ ছিল তখন দুইজন ব্যাটসম্যান বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ারের অসাধারণ পার্টনারশিপের কারণে ভারত নিউজিল্যাণ্ডের সামনে এক বিশাল রানের স্তম্ভ দাঁড় করায়৷ আবার বিরাট কোহলি প্রাক্তন ক্রিকেটার শচীন তেণ্ডুলকরের রেকর্ড ভেঙ্গে ৫০তম সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড তৈরী করেন৷ তাঁর সঙ্গে পাল্লা দিয়ে শ্রেয়স আইয়ারও সেঞ্চুরি করেন নিজের কর্তব্য পালন করেন৷
কিন্তু পরে ইনিংসটা অতটা সহজতর হয়নি ভারতের কাছে৷ কারণ নিউজিল্যাণ্ডের দুই ব্যাটস্ম্যান উইলিয়মসন ও মিচেল ভারতের বোলারদের বেশ ভালই চাপে ফেলে দেয়৷ কিন্তু এই চাপের ভার সহজেই কমিয়ে দেন বাঙলার গর্ব মহম্মদ শামী৷ যাকে এই দলেই স্থানই দেওয়া হচ্ছিল না তিনি এই বিশ্বকাপে রেকর্ডের পর রেকর্ড করেছেন৷ যখন কোন বোলাররাই কিছুই করতে পারছিলেন না তখন শামী সাতজন ব্যাটস্ম্যানকে একে একে আউট করে ভারতকে ফাইনালের শীর্ষে পৌঁছে দেয়৷ এবার দেখার পালা আগামী ১৯শে নভেম্বর ফাইনালে কি হয়?