করোনা নিয়ন্ত্রণে কেন্দ্রের পাঁচ বিধান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আপাতত কোভিড সংক্রমণের হার নিম্নগামী৷ সেইসঙ্গে  মানুষের মধ্যেও বিধি মানায় শিথিলতা দেখা দিয়েছে৷ সামনে আসছে  উৎসবের মরসুম৷ তার আগেই সংক্রমনের বিস্তার  রুখতে পরিকল্পনা গ্রহণের পরামর্শ দিল কেন্দ্র৷ এ ব্যাপারে রাজ্যগুলির মুখ্যসচিবদের চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজিত ভল্লা৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের পরামর্শ অনুযায়ী উৎসব শুরুর অনেক আগেই রাজ্যকে স্বাস্থ্য সংক্রান্ত নিয়ম-বিধি মেনে পরিকল্পনা তৈরী করতে হবে৷ টেস্ট, ট্র্যাক, চিকিৎসা, টিকাকরণ ও স্বাস্থ্যবিধি কেন্দ্রের দেওয়া এই পঞ্চবিধানের সমন্বয়ে পরিকল্পনা তৈরী করতে হবে৷ যে সব অঞ্চলে সংক্রমণের হার বেশী সেই এলাকায় কন্টেনমেন্ট জোনগুলি ৩১ শে আগষ্ট পর্যন্ত চালাবার নির্দেশ দিয়েছে কেন্দ্র৷