সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা৷ সংক্রমণ রুখতে স্বাস্থ্যবিধি মানার বালাই প্রায় নেই বললেই হয়৷ দৈনিক আক্রান্তের সংখ্যা একটা সময় ২০০-র অনেক নীচে নেমে গিয়েছিল৷ তাতেই হয়তো মানুষের আত্মতৃপ্তি দেখা দিয়েছিল৷ চিকিৎসকদের মতে এই সময় স্বাস্থ্যবিধি মানা অত্যন্ত জরুরী ছিল৷ কিন্তু মানুষের আত্মতৃপ্তি ও নির্বাচনী আবহাওয়ায় স্বাস্থ্যবিধি শিকেয় উঠেছে৷ রাজনৈতিক দলের নেতারাও খুব একটা সচেতন বলে মনে হয় না৷ তাই করোনার গ্রাফ আবার উর্দ্ধে উঠছে৷ ক’দিন আগে ৮০০-র উর্দ্ধে উঠেছিল সেখান থেকে আবার ৬০০ এর ঘরে নেমে আসলেও মার্চের শেষ দিনে আক্রান্তের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে৷ করোনা সংক্রমণের এই ওঠা-নামায় চরম বিপদের সংকেত দেখছেন চিকিৎসকরা৷