ডাক্তার রোগীর তিক্ততার সম্পর্ক প্রতিদিনের খবর কিন্তু নির্মল মন ও উদার হৃদয়ের ডাক্তার আজও সমাজে আছে ডাক্তার প্রদীপ কুমার ভট্টাচার্য ছিলেন তেমনি এক ব্যতিক্রমী মানুষ করোনার ভয় যখন বহু চেম্বার বন্ধ, তখন প্রদীপ বাবুর চেম্বার খোলা তার সাদামাটা চেম্বারে গরীব রোগীদেরই আশা যাওয়া বেশি ছিল গরীব মানুষদের আশা ভরসার স্থান ছিল প্রদীপ বাবুর চেম্বার বন্ধু-বান্ধবরা চেম্বার বন্ধ রাখার কথা বললে বলতেন আমার চেম্বার বন্ধ থাকলে গরীব মানুষগুলো যাবে কোথায়! আরজিকর হাসপাতালের চাকরী ছেড়ে প্রায় বিশ বছর আগে প্রদীপবাবু নিজের বাসস্থান শ্যামনগরে ফিরে এসে ফিডার রোডের বাড়ির কাছে চেম্বার খুলে বসেন সেই ডাক্তারবাবু করোনায় আক্রান্ত হয়ে গত ১০ই আগষ্ট দেহত্যাগ করেন কলকাতার একটি বেসরকারী হাসপাতালে তাঁর চিকিৎসার জন্য গরীব রিকসা ওয়ালা থেকে গুণগ্রাহী সজ্জন অবস্থাপন্ন সকলেই চাঁদা তুলেছিলেন প্রায় ১৫ লক্ষ টাকা চাঁদা উঠেছিল কিন্তু শেষরক্ষা হয়নি অসময়ে নিভে গেল গরীব সাধারণ মানুষের আশার প্রদীপ।