করোনার টিকা বাধ্যতামূলক নয়

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

টিকা নিতে কাউকে বাধ্য করা যাবে না৷ কোভিড টিকা সম্পর্কিত একটি মামলায় দেশের শীর্ষ আদালত এই রায় দিয়েছে৷

করোনার টীকা বাধ্যতামূলক করার বিরুদ্ধে একটি পিটিশন শীর্ষ আদালতে জমা পড়ে৷ সেই মামলার শুনানি হয় গত ২রা মে৷  সেই মামলার  শুনানিতে শীর্ষ আদালত জানায় বর্তমান টিকা  নীতি অযৌক্তিক নয়৷ তবে টিকা নিতে কাউকে বাধ্য করা যাবে না৷ টিকা নিয়ে অসুস্থ হয়ে যাওয়ার বিষয়ে শীর্ষ আদালত বলে টিকা নিয়ে অসুস্থ হওয়া ব্যষ্টিদের  তথ্য সহকারে তালিকা তৈরী করতে হবে৷