গত ২৫শে আগষ্ট কলিকাতায় কৃষি বিষয়ক এক আলোচনা সভায় প্রাউটিষ্ট ইয়ূনিবার্র্সলের সংঘটন সচিব আচার্য প্রসূনানন্দ অবধূত বলেন--- প্রাউটের দৃষ্টিতে অর্থনীতির মোদ্দা কথা সার্বিক বিকাশ তথা বহুমুখী বিকাশ৷ অর্থনৈতিক কার্যকলাপের মূল লক্ষ্যই হলো সামগ্রিক উন্নয়ন৷ আর কৃষিকে বাদ দিয়ে, কৃষিকে উপেক্ষা করে শুধুমাত্র শিল্পায়ণের শ্লোগান দিয়ে ভারতবর্ষের মত দেশে সামগ্রিক উন্নয়ন কিছুতেই সম্ভব নয়৷
আচার্য প্রসূনানন্দ ক্ষোভের সঙ্গে বলেন--- স্বাধীনতার ৭৫ বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত কৃষিক্ষেত্রে কোন সরকারই কোন নির্দিষ্ট নিয়ম-নীতি গড়ে তুলতে পারেনি৷ কৃষিক্ষেত্রে একটা মজবুত পরিকাঠামো গড়ে তোলার চেষ্টা কোন সরকারই করেনি৷ সরকার ধনীক শ্রেণীর স্বার্থে কি একটা কৃষি আইন তৈরী করেছে৷ এক অংশের কর্ষকরা আন্দোলন করতে গিয়ে শতাধিক কর্ষক জীবন দিয়েছে, তবু সরকারের কোন হেলদোল নেই৷ আসলে এই সরকার নিরুপায়৷ কারণ ধনীক শ্রেণীর