কৃষি আইন বাতিলের দাবীতে বারাসাতে আমরা বাঙালীর বিক্ষোভ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১১ই ডিসেম্বর কৃষি আইন বাতিলের দাবীতে ও কর্ষক আন্দোলনের সমর্থনে আমরা বাঙালী দলের উত্তর ২৪ পরগণা জেলা কমিটির পক্ষ থেকে বারাসাত শহরের হেলা বটতলা, কলোনী মোড়,বারাসাত স্টেশন ও চাঁপাডালিতে বিক্ষোভ প্রদর্শন করেন কর্মী ও সমর্থকরা৷ তাদের দাবী  অবিলম্বে কৃষি আইন বাতিল করতে হবে৷ কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী জয়ন্ত দাশ বলেন--- নোতুন পুরোনো কোন আইনেই কৃষকের কল্যাণ হবে না৷ কেন্দ্রিত অর্থনীতির খোলনলচে পাল্টে প্রাউটের পথে ব্লকভিত্তিক বিকেন্দ্রিত অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে কৃষি ও শিল্প সমস্যার সমাধান করতে হবে৷ তাতে শুধু কর্ষক নয়, সমাজের সর্বশ্রেণীর মানুষের কল্যাণ হবে৷ বিক্ষোভ সভাগুলিতে আরও বক্তব্য রাখেন---অরূপ মজুমদার, বাপী পাল, দেবাশীষ বিশ্বাস, মিন্টু বিশ্বাস এস.পি.সিং, সুশীল জানা ও ছাত্রযুবনেতা তপোময় বিশ্বাস৷