সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ আনন্দমার্গ স্কুলে ২৫ শোর্ধ আনন্দমার্গীর উপস্থিতিতে গত ১৫ই সেপ্ঢেম্বর ২০২৪ রবিবার কৃষ্ণগঞ্জ ব্লক লেবেল সেমিনার অনুষ্ঠিত হ’ল৷ সেমিনারে আনন্দমার্গ দর্শনের বিভিন্ন দিক নিয়ে মুল্যবান আলোচনায় অংশ গ্রহন করেন নদীয়া ভুক্তিকমিটির শিক্ষা সচিব শ্রীনিল চন্দ্র বিশ্বাস, বিশিষ্ট তাত্বিক ও সু-বক্তা শ্রী গোরাচাঁদ দত্ত, বিশিষ্ঠ শিক্ষাব্রতী ও প্রাবন্ধিক শ্রী মনোরঞ্জন বিশ্বাস৷ সেমিনার পরিচালনা করেন নদীয়ার ভুক্তিপ্রধান ডাঃ বৃন্দাবন বিশ্বাস৷