কৃষ্ণনগর আনন্দমার্গ স্কুলে পালিত হল ৩৯তম প্রভাতসঙ্গীত দিবস

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

বিদ্যালয়ের অধ্যক্ষা ব্রহ্মচারিনী সমর্পিতা আচার্যার উদ্যোগে কৃষ্ণনগর শ্যাঁকড়া পাড়া আনন্দমার্গ স্কুলে স্বারম্বড়ে পালিত হল ৩৯তম প্রভাত সঙ্গীত দিবস৷ বিশ্ববন্দিত মহান দার্শনিক ও সঙ্গীত গুরু শ্রীপ্রভাতরঞ্জন সরকার রচিত ও সুরারোপিত প্রভাত সঙ্গীত, অবলম্বনে নৃত্য, সমবেত সঙ্গীত, সমবেত নৃত্য, প্রভাত সঙ্গীত আবৃত্তির মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়৷ শিশু সদনের শিল্পী মামনি বিশ্বাস, পুর্ণতা সরকার, অনুপ্রিয়া দেব, আভা দেব, শুভ্রা সরকার, সোনালী বিশ্বাস, রাজ বিশ্বাস, প্রমুখ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন৷ কৃষ্ণনগর রাওয়া সঙ্গীত শিল্পী সনৎ মৃধা, পূর্ণিমা বিশ্বাস, ও বিশিষ্ঠ রাওয়া সঙ্গীত শিল্পী তাপসী মুখার্জী রাওয়া নৃত্য শিল্পী দেবারতি সরকার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন৷ প্রভাত সঙ্গীতের ওপর মূল্যবান বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাব্রতী মনোরঞ্জন বিশ্বাস ও গৌরাঙ্গ ভট্টাচার্য৷ অনুষ্ঠানে পরিবেশিত  দুখানি  প্রভাতসঙ্গীতের ভাবার্থ ইংরাজীতে ব্যাখ্যা করেন বিশিষ্ট শিক্ষাব্রতী  দেবাশিস মণ্ডল ও বাংলায় গৌরাঙ্গ ভট্টাচার্য৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কৃষ্ণনগর ডায়োসিস সচিব আচার্য সত্যসাধনানন্দ অবধুত ও প্রশান্ত দত্ত৷