কৃষ্ণনগর ডায়োসিস

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

দধীচি দিবস পালন ঃ  গত ৫ই মার্চ শতাধিক ভক্তের উপস্থিতিতে নদীয়া জেলার কৃষ্ণনগরস্থ চকের পাড়ার বিশিষ্ট আনন্দমার্গী প্রয়াত শ্রীবীরেশচন্দ্র বসুর স্ত্রী নিবেদিতা বসুর উদ্যোগে তাঁর বাসভবনে দধীচি দিবস পালিত হয়৷ এ উপলক্ষ্যে প্রভাত সঙ্গীত দুপুর ২টো থেকে ৫টা পর্যন্ত মানব মুক্তির মহামন্ত্র ‘ৰাৰা নাম কেবলম্‌’ অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন শেষে মিলিত সাধনা, গুরুপূজা হয়৷ স্বাধ্যায়  করেন কস্তুরী দাস৷

দধীচি দিবসের ওপর ঐতিহাসিক তথ্য ও ওই দিনের তাৎপর্য নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেম ব্রহ্মচারিনী শুদ্ধা আচার্য (ডি.টি.এস.এল কৃষ্ণনগর) ও বিশিষ্ঠ শিক্ষাব্রতী শ্রীমনোরঞ্জন বিশ্বাস মহাশয়৷ অনুষ্ঠান শেষে শতাধিক জনগণকে নারায়ণ সেবায় আপ্যায়ীত করেন নিবেদিতা বসু৷

নদীয়ায় বসন্ত উৎসব ঃ আনন্দমার্গস্থলে শুরু বিকেল ৫টা থেকে মহা উৎসাহ ও উদ্দিপনার মধ্যে দিয়ে শতাধিক ভক্তের উপস্থিতিতে কৃষ্ণনগরস্থ ঘুর্ণী হালদার পাড়ার মোড়ে পরমারাধ্য মার্গগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী বাসভবন মধুপর্ণা সারম্ভরে পালিত হল বসন্ত উৎসব প্রভাত সঙ্গীত ও  ‘‘ৰাৰা নাম কেবলম্‌’’ কীর্ত্তন, মিলিত সাধনা, গুরুপূজা হয়৷ স্বাধ্যায় করেন তৃণা পাল৷ উপস্থিত ভক্তবৃন্দ পরমারাধ্য মার্গগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী শ্রীচরণে নানা বর্ণের আবিরে ভক্তি অর্ঘ দেন৷ তারপরে উপস্থিত ভক্তবৃন্দ পরস্পর পরস্পরকে আবিরে রাঙিয়ে দেন৷

হবিবপুরে মার্গীয় বিধিতে শ্রাদ্ধানুষ্ঠান ঃ হবিবপুর গ্রামের বিশিষ্ঠ আনন্দমার্গী নদীয়া ভুক্তিকমিটির শিক্ষা সচিব শ্রী অনিল চন্দ্র বিশ্বাস এঁর মাতৃদেবী সৌরভী বিশ্বাস গত ৪ঠা মার্চ,২৩ প্রয়াত হয়েছেন৷ গত ১১ই মার্চ অনিলচন্দ্র বিশ্বাসের নিজ বাসভবনে মার্গীয় বিধিতে শ্রাদ্ধানুষ্ঠান পালন করা হয়৷ প্রভাত সঙ্গীত কীর্ত্তন ও সমবেত  সাধনার পর গুরুপূজা ও ধর্মশাস্ত্র পাঠ হয়৷ উক্ত অনুষ্ঠানে পৌরহিত্য করেন কৃষ্ণনগর ডায়োসিস সচিব আচার্য বিশোকানন্দ অবধূত৷

কৃষ্ণনগরে ডিট লেবেল সেমিনার ঃ কৃষ্ণনগর মোমিন পার্কে অবস্থিত আনন্দমার্গ জাগৃতি ভবনে ১লা ও ২রা এপ্রিল শনিবার ও রবিবার ৭০জন আনন্দমার্গের দাদা-দিদি ভাইবোনের উপস্থিতিতে পালিত হয় ডিট লেবেল সেমিনার৷ প্রধান প্রশিক্ষক ডায়োসিস সচিব আচার্য বিশোকানন্দ অবধূত ছাড়াও আচার্য গোপেশানন্দ অবধূত ও ব্রহ্মচারিনী শুদ্ধা আচার্যা প্রশিক্ষক থেকে সেমিনারে ক্লাস নেন৷ সেমিনার অর্গানাইজার ছিলেন ভুক্তিপ্রধান ডঃ বৃন্দাবন বিশ্বাস৷

অখণ্ড কীর্ত্তন ঃ শতাধিক ভক্তের উপস্থিতিতে নদীয়া জেলায় আসাননগরে বিশিষ্ট আনন্দমার্গী শ্রীভিভূষন রায় এঁর বাসগৃহে প্রভাত সঙ্গীত সকাল ৭টা থেকে বেলা ১টা পর্যন্ত ছয়ঘন্টাব্যাপী মানবমুক্তির মহামন্ত্র ‘ৰাৰা নাম কেবলম্‌’ অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন শেষে মিলিত সাধনা গুরুপূজা হয়৷ স্বাধ্যায় করেন শ্রীনিমাইচন্দ্র বিশ্বাস৷ কীর্ত্তন মহিমার ওপর মনোজ্ঞ আলোচনায় অংশগ্রহণ করেছেন বিশিষ্ট শিক্ষাব্রতী শ্রীমনোরঞ্জন বিশ্বাস ভুক্তিপ্রধান-ডাঃ বৃন্দাবন বিশ্বাস ও গৌরাঙ্গ ভট্টাচার্য৷