কৃষ্ণনগর ডায়োসিসে কীর্ত্তন পরিক্রমা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

  কৃষ্ণনগর ডায়োসিস অর্থাৎ নদীয়া ,২৪ পরগনা ও বনগাঁ ডিট মিলিয়ে সাড়ম্বরে মানবমুক্তির মহামন্ত্র অষ্টাক্ষরী সিদ্ধমন্ত্র  “বাবানাম কেবলম” কীর্ত্তন পরিক্রমা  হয়। বর্ণাঢ্য ট্যাবলো ও  শোভাযাত্রা সহ  কীর্ত্তন পরীক্রমা  ০৩/০৩ /২২ বৃহস্পতিবার  বনগাঁ থেকে শুরু হয়ে দত্তফুলিয়া, বরণবেড়িয়া হাসখালী, ঝাউতলা আসান নগর, ভীমপুর, কৃষ্ণগঞ্জ,  এলাঙ্গী চাপড়া-করিমপুর  জলঙ্গী, সাগরপাড়া, কাজিপাড়া, হয়ে নবীপুর মোহনগঞ্জ, ইসলামপুর, লালবাগ, বহরমপুর, ,কান্দী ,ভরতপুর, রামনগর,পলাশী, বেথুয়া হয়ে ০৫/০৩/২২ শনিবার রাতে    কৃষ্ণনগর পৌঁছে তিন .দিনের কীর্ত্তন পরিক্রমা সমাপ্ত হয়। পথে বিভিন্ন স্থানে  সাধারন মানুষ  পুষ্পস্তবক দিয়ে তাঁদের  বরণ করেন । কীর্ত্তন পরিক্রমা  চলাকালীন  সময়ে বিভিন্ন স্থানে  তাঁদের বিশ্রাম ও আহারের ব্যাবস্থা করেন স্থানীয়.মার্গী দাদা- দিদি ভক্ত বৃন্দ।কীর্ত্তন পরিক্রমায়  যাঁরা  অংশ গ্রহন করে  অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করেছেন তাঁরা হলেন ---অবধূতিকা আনন্দ বিশকা  আচার্যা ,ব্রহ্মচারিনী শুদ্ধা  আচার্যা, ব্রহ্মচারিনী সমর্পিতা আচার্যা ,অবধূতিকা আনন্দ অভিধ্যাণা আচার্যা, অবধূতিকা আনন্দ চিতিসুধা আচার্যা, অবধূতিকা আনন্দ অন্যেষা আচার্যা, অবধূতিকা আনন্দ বিমোহা আচার্যা, অবধূতিকা আনন্দ দীপাঞ্জনা আচার্যা, অবধূতিকা আনন্দগুণময়া আচার্যা আচার্য সর্বজয়ানন্দ অবধূত, শ্রীপ্রশান্ত দত্ত, পলাশ বিশ্বাস, মহাদেবদা,, আচার্য  সেবাব্রতানন্দ অবধূত, আচার্য বাণীব্রত ব্রহ্মচারী আচার্য কৃষ্ণনাথানন্দ অবধূত, আচার্য  বিশোত্তরানন্দ অবধূত,  এছাড়া উক্ত যে সব অঞ্চল দিয়ে কীর্ত্তন পরিক্রমা অতিক্রম করেছে সেই স্থানের আনন্দমার্গী দাদা-দিদি  ও ভাই বোনদের অকুন্ঠ সহযোগিতা অভ্যর্থনা অনুষ্ঠাটিকে সাফল্য মন্ডিত হয়েছে।