কৃষ্ণনগর পানপাড়া আনন্দমার্গ স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

গত ৫ই ফেব্রুয়ারী,২৩ রবিবার স্থানীয় উচ্চ বিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে---নবীন ও প্রাক্তন ছাত্র-ছাত্রা কর্তৃক পরিবেশিত এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে হবিবপুরস্থ দুর্গাপুর, পানপাড়া আনন্দমার্গ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল৷ পতাকা উত্তোলন, মার্চপাষ্ট, শপথ গ্রহণের পর ‘মূল ক্রীড়া অনুষ্ঠান শুরু হয়৷ অনুষ্ঠানে অভিভাবক ও অভিভাবিকাদের জন্য যথাক্রমে দুটি প্রতিযোগিতা ইন্‌ এ্যাণ্ড আউট ও মিউজিক্যাল চেয়ার শিশু প্রতিযোগিদের কাছে বেশ মজাদার হয়েছে৷ প্রতিযোগীদের ‘‘গো এ্যাজ ইউ লাইক’’ পর্যায়ে তাদের নানা সাজে নানা অভিব্যক্তিতে ভরপুর রঙিন পরিবেশন দর্শকবৃন্দকে অভিভুত করেছে৷ অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করে মূল্যবান বক্তব্য রাখেন শ্রীস্বপন কুমার দেব--- প্রাক্তন প্রধান শিক্ষক, দুর্গাপুর বিদ্যানিকেতন৷

সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালক শ্রীবিশ্বজিৎ বিশ্বাস, সঞ্চালনার মাঝে আনন্দমার্গের নব্য মানবতাদি শিক্ষা বিষয়ের মূল্যবান দিকগুলির ওপর আলোকপাত করেন, পুরস্কার বিতরনের পরে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষিত হয়৷ ক্রীড়াঙ্গন ছিল ভিড়ে ঠাসা৷