প্রয়াত প্রবীন আনন্দমার্গী ডাঃবিনয়কুমার বিশ্বাসের সহধর্মিনী ও বিশিষ্ঠ আনন্দমার্গী ডাঃ তথাগত বিশ্বাসের মাতৃদেবী শ্রীমতী সুচিত্রা বিশ্বাস গত ০৩/০৫/২২ মঙ্গলবার প্রয়াত হন। আনন্দমার্গ বিধি অনুসারে নবদ্বীপ মহাশ্মশানে তাঁর দাহকার্য সম্পন্ন্ হয়।
গত ১৩/০৫/২২ শনিবার সকাল ১০টায় নদীয়া জেলার কৃষ্ণনগর অন্তর্গত ফকিরতলায় তাঁর বাসভবনে পঞ্চাশধিক আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের উপস্থিতিতে আনন্দমার্গের বিধি অনুসারে ( চর্যাচর্য ) তাঁর শ্রাদ্ধানুষ্ঠান হয়। ব্রহ্মচারিনী শুদ্ধা আচার্যার পরিচালনায় প্রভাত সঙ্গীত,বাবানাম কেবলম কীর্ত্তন, মিলিতসাধনা ,গুরুপুজা হয়। “শ্রাদ্ধ” বিষয়টির ওপর স্বাধ্যায় করেন কৃষ্ণনগর ডায়োসিস সচিব আচার্য শান্ত শুভানন্দ অবধূত।
এরপর অবধূতিকা আনন্দ চিতিসুধা আচার্যার পৌরহিত্যে শ্রাদ্ধানুষ্ঠান হয়। আনন্দমার্গীয় বিধিতে শ্রাদ্ধানুষ্ঠানের বৈশিষ্ঠ কি এবিষয়ে আলোচনায় অংশ গ্রহন করেন- নদীয়ার ভুক্তিপ্রধান ডাঃবৃন্দাবন বিশ্বাস ও গৌরাঙ্গ ভট্টাচার্য। শ্রাদ্ধানুষ্ঠান শেষে স্মৃতিচারণ করেন—শ্রীহারাধন দত্ত ও প্রেমানন্দ ঘোষ।
মার্গগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজীর জন্মশতবর্ষ সাড়ম্বরে পালিত হল নদীয়া জেলার কৃষ্ণনগরে
নদীয়া জেলার কৃষ্ণনগর শহরের ঘূর্ণী হালদার পাড়ার মোড়ে পরমারাধ্য মার্গগুরু শ্রীশ্রীআন্দমূর্ত্তিজীর বাসগৃহ “মধূপর্ণা”য় বিপুল উৎসাহ উদ্দিপনায় সারাদিন ব্যাপী নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে মার্গগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজীর জন্মশতবর্ষ পালিত হল।
প্রভাতসঙ্গীত ও কীর্ত্তনের পরে ভোর ৬টা ০৭ মিঃ শঙ্খধ্বনী ও উলুধ্বনী সহ ১০১ টি মোমবাতি প্রজ্জ্বলিত করে তাঁর জন্মমুহূর্ত্তে শ্রদ্ধা জানিয়ে মিলিত সাধনা, গুরুপুজা, আন্দবাণী পাঠ এর মধ্যে দিয়ে প্রথম পর্বের অনুষ্ঠান শেষ হয়।
দ্বিতীয় পর্বে কৃষ্ণনগর শহর জুড়ে একটি কীর্ত্তন পরিক্রমা হয়। এই কীর্ত্তন পরিক্রমায় ভাষ্য পাঠে ছিলেন ব্রহ্মচারিনী শুদ্ধা আচার্যা।
সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত ব্রহ্মচারিনী শুদ্ধা আচার্যা, অনুপ্রিয়া দেব, অবধূতিকা আনন্দঅভিধ্যানা আচার্যা।,তাপসী মুখার্জী, তৃণা পাল, আভা দেব, ডাঃ বৃন্দাবন বিশ্বাস প্রমুখের পরিচালনায় মানব মুক্তির মহামন্ত্র ‘বাবানাম কেবলম’ অখন্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়। মিলিত সাধনা, গুরু পুজার পরে স্বাধ্যায় করেন বিশিষ্ঠ শিক্ষাব্রতী শ্রীরতন বিশ্বাস।
আমন্ত্রিত অতিথি কৃষ্ণনগর পৌরসভার ১নং ও ২নং ওয়ার্ড কাউন্সিলর যথাক্রমে শ্রী অসিত কুমার সাহা ও সুনীতা বিশ্বাস, “পন্ডিত লক্ষীকান্ত মৈত্র স্মৃতি সমাজ কল্যাণ” কেদ্রের –সভাপতি শ্রী সত্যরঞ্জন চৈধুরী , সম্পাদক শ্রীসত্যেন্দ্রনাথ ব্যানার্জী সহ ওই কেন্দ্রের অন্নান্য সদস্যবৃন্দ, এছাড়া ঊপস্থিত ছিলেন বিশিষ্ঠ শিক্ষাব্রতী শ্রীতপন কমার বোস, শ্রীমতী বিথিকা রায়, শ্রীঅমরকৃষ্ণ রায়, শ্রীপরিমল প্রামানিক সহ ২৫০ অধিক অন্যান্ন আমন্ত্রিত বিশিষ্ঠ জনের উপস্থিতিতে আলোচনা সভায় আনন্দমার্গ দর্শনের বিভিন্ন দিক নিয়ে মূল্যবান আলোচনায় অংশ গ্রহন করেন ডাঃ বৃন্দাবন বিশ্বাস, বিশিষ্ঠ শিক্ষাব্রতী শ্রী মনোরঞ্জন বিশ্বাস ও শ্রীগৌরাঙ্গ ভট্টাচার্য। ধন্যবাদ জ্ঞাপন করে আলোচনা সভার সমাপ্তী ঘোষণা করেন কৃষ্ণনগর ডায়োসিস সচিব আচার্য শান্তশুভানন্দ অবধূত।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে প্রীতি ভোজে আপ্যায়ীত করেন-সর্বশ্রী আনন্দ মন্ডল, গোরাচাঁদ দত্ত, গোবিন্দ বিশ্বাস, নিত্যানন্দ পাল, সনৎ মৃধা প্রমুখ।
এ ছাড়া নদীয়া জেলার এলাঙ্গী, মদনপুর, চাকদহ,পাটিকাবাড়ী সহ অন্যান্য ইউনিট গুলিতে সারাদিন ব্যাপী নগরকীর্ত্তন, নারায়ন সেবা, বস্ত্রদান, জলসত্র, প্রভৃতি অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাড়ম্বরে দিনটি পালিত হয়েছে।