কৃষ্ণনগরে অখন্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

রাঘবপুর ঃ নদীয়া জেলার অন্তর্গত রাঘবপুর গ্রামের বিশিষ্ঠ আনন্দমার্গী তথা নদীয়া আনন্দমার্গ ভুক্তি কমিটির শিক্ষা সচিব শ্রী অনিল চন্দ্র বিশ্বাস ও শ্রীমতী সরস্বতী বিশ্বাস এর নিজ বাসগৃহে ২৩/০২/২০২৫ রবিবার সকাল ৯টা৪০মিঃ থেকে বেলা ১২টা৪০মিঃ পর্যন্ত- কৃষ্ণনগর ডায়োসিস সচিব আচার‌্য পরাজ্ঞানানন্দ অবধূত শ্রীমতী কাকলী বিশ্বাস, শ্রীমতী তনুকা সরকার, ডাঃবৃন্দাবন বিশ্বাস, শ্রীকৌশিক সরকার ও কৃষ্ণনগর ডিট (এল) তথা কৃষ্ণনগর আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষা-অবধূতিকা আনন্দ শিবধ্যানা আচার্যার পরিচালনায় প্রভাত সঙ্গীত পরিবেশনের পরে মানবমুক্তির মহামন্ত্র ‘বাবানামকেবলম অখন্ড কীর্তন হয় মৃদঙ্গ সঙ্গতে ছিলেন - শ্রীবিবেক জ্যোতি সরকার৷

নদীয়া জেলা ও তৎপার্শ্ববর্তী জেলাগুলি থেকেও বহু ভক্তজন সকাল থেকেই কীর্তন অঙ্গনে উপস্থিত হয়ে কীর্তনে অংশ গ্রহন করেন৷ অখন্ড কীর্তন শেষে মিলিত সাধনা, গুরুপুজার পরে স্বাধ্যায় করেন কৃষ্ণনগর ডায়োসিস সচিব আচার‌্য পরাজ্ঞানানন্দ অবধূত অনুষ্ঠানে ‘’কীর্তন মহিমা’’-র ওপর আলোকপাত করেনবিশিষ্ঠ তাত্বিক তথা সুবক্তা শ্রীগোরাচাঁদ দত্ত ও কৃষ্ণনগর ডিট(এল) তথা কৃষ্ণনগর আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষা-অবধূতিকা আনন্দ শিবধ্যানা আচার্যা কীর্তনানুষ্ঠান শেষে তিন শতধিক ভক্তকে নারায়ন সেবায় আপ্যায়ীত করেন শ্রী অনিলচন্দ্র বিশ্বাস ও শ্রীমতী সরস্বতী বিশ্বাস৷

বেথুয়াডহরী ঃ নদীয়া জেলার অন্তর্গত বেথুয়া ডহরী, ক্ষিদিরপুর,পূর্বপাড়া নিবাসী বিশিষ্ঠ আনন্দমার্গী শ্রীদীপকবিশ্বাস ও শ্রীমতীসবিতা বিশ্বাস এর বাসগৃহে ২/০৩/২০২৫ রবিবার সকাল ৯টা২০মিঃ থেকে বেলা ১২টা২০মিঃ পর্যন্ত- শ্রীমতীকাকলী বিশ্বাস শ্রীমতীকাজল সরকার, শ্রীকৌশিক সরকার ও কৃষ্ণনগর ডিট(এল) তথা কৃষ্ণনগর আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষা-অবধূতিকা আনন্দ শিবধ্যানা আচার্যার পরিচালনায় প্রভাত সঙ্গীত পরিবেশনের পরে মানবমুক্তির মহামন্ত্র ‘বাবানামকেবলম অখন্ড কীর্তন অনুষ্ঠিত হয়