গত ২৫শে আগষ্ট,২০২৪ রবিবার, বার্নীয়া, নদীয়া জেলার অন্তর্গত বার্নীয়া সংলগ্ণ উজিপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে ৫৬ জন ছাত্র-ছাত্রা ও গ্রামবাসীর উপস্থিতিতে আনন্দমার্গ নদীয়া জেলার শাখার ব্যবস্থাপনায় আনন্দমার্গ দর্শনের ওপর একটি মনোজ্ঞ আলোচনা চক্রের আয়োজন করা হয়৷ আলোচনায় আনন্দমার্গের সাধনা বিষয় সহ আনন্দমার্গ দর্শনের বিভিন্ন দিক নিয়ে ২ঘন্টা ৩০ মিনিট ধরে মূল্যবান আলোচনায় অংশ গ্রহন করেন --- নদীয়া জেলা আনন্দমার্গ প্রচারক সংঘের বিশিষ্ঠ প্রবীন তাত্বিক ও সুবক্তা শ্রী গোরাচাঁদ দত্ত মহাশয়৷ তাঁর আলোচনা উপস্থিত অতিথিবৃন্দ কর্তৃক ভূয়সী প্রসংসিত হয়েছে ও তাঁদের মধ্যে থেকে আনন্দমার্গের প্রতি অনুপ্রানিত হয়ে ২৬জন আনন্দমার্গের সাধনা শেখেন৷ এ ছাড়া কৃষ্ণনগর আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষা তথা কৃষ্ণনগর ডিটএস ---এল ব্রহ্মচারিণী শুদ্ধা আচার্যা কর্তৃক মূল্যবান আলোচনাও উপস্থিত সকলকে মুগ্দ করেছে৷ সাধনা শেখান ব্রহ্মচারিণী শুদ্ধা আচার্যা৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়