গত ৮ই এপ্রিল ২০১৮ রবিবার নদীয়া জেলার কৃষ্ণনগর জাগৃতিভবনে নদীয়া ভুক্তি কমিটির উদ্যোগে ও জেলার আনন্দমার্গীদের অকুন্ঠ সহযোগীতায় শতাধিক আনন্দমার্গের সদস্যের উপস্থিতিতে কৃষ্ণনগর ডিট্ লেবেল সেমিনার অনুষ্ঠিত হল৷ প্রশিক্ষক ছিলেন আনন্দমার্গের প্রবীণ সন্ন্যাসী আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত৷ ‘‘মনের ক্রমবর্ধমান বিস্তার’’ বিষয়ে ক্লাস নিতে গিয়ে তিনি বলেন --- মন চিন্তা করে৷ চিন্তা করা ছাড়া সে বাঁচতে পারে না৷ সঙ্গে থাকে একটা বিষয় ৷ এটাই হলো মনের ধর্ম ৷ মন স্মরণ রাখতে পারে, যে বেশী করে ধরে রাখতে পারে তার স্মরণ শক্তি তত বেশী, এজন্যে প্রয়োজন াার ধ্যান৷ এই শক্তি মানুষকে স্থূলত্ব থেকে সূক্ষ্মত্বের দিকে এগিয়ে নিয়ে যায়৷ তাতেই মানুষের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক বিকাশ ঘটতে থাকে৷ বিশিষ্ট শিক্ষব্রতী শ্রী মনোরঞ্জন বিশ্বাস প্রাউটের সমবায় বিষয়ে একটি মূল্যবান ক্লাস নেন৷ দুজনার ক্লাসই ছিল প্রশংসনীয়৷ সেমিনারে প্রভাত সঙ্গীত ও মানবমুক্তির মহামন্ত্র বাবানাম কেবলম্’ কীর্ত্তন পরিবেশন করেন- অবধূতিকা আনন্দবিভূকণা আচার্যা, অনুপ্রিয়া দেব, পূর্ণতাদেব, আভা দেব ও ব্রহ্মচারিনী রত্নদীপা আচার্যা প্রমুখ৷ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আনন্দমার্গের একনিষ্ট ভক্ত ডাঃ বৃন্দাবন বিশ্বাস৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়