কৃষ্ণনগরে আনন্দমার্গীয় পদ্ধতিতে শিলান্যাস অনুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ০৯ই জুন,২৪ রবিবার সকালে পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘূর্ণীস্থিত গাঙ্গুলীপাড়া, কৃষ্ণনগর, নদীয়ার অধিবাসী প্রবীন আনন্দমার্গী শ্রীগোরাচাঁদ দত্ত ও শ্রীমতীরেখা দত্ত এঁর জামাতা কৃষ্ণনগরের বিশিষ্ঠ তরুন আনন্দমার্গী শ্রীনির্বান কুন্ডূ ও কন্যা শ্রীমতীপৃথা কুন্ডূর নিজস্ব জমির ওপর নুতন গৃহ নির্মানের জন্যে ‘আনন্দমার্গের চর্যাচর্য’-এর বিধি অনুসারে গৃহের শিলান্যাস অনুষ্ঠান হয়৷ শুরুতেই প্রভাতসঙ্গীত, মানবমুক্তির মহামন্ত্র বাবা নাম কেবলম মিলিত সাধনা গুরুপুজা স্বাধ্যায় হয়৷ এর পর শিলান্যাস অনুষ্ঠানে পৌরহিত্য করেন ---কৃষ্ণনগর ডিটস এসএল ব্রহ্মচারিণী শুদ্ধা আচার্যা৷ অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করান অনির্বাণ ও পৃথা৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদীয়া ভুক্তি কমিটির সদস্য তথা কূষ্ণনগর ইউনিট সচিব শ্রীআনন্দ মন্ডল ও এলাঙ্গী আনন্দমার্গ স্কুল কমিটির ভাইস চেয়ারম্যান বিশিষ্ঠ আনন্দমার্গী শ্রীসনৎ মৃধা৷